X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বহিষ্কৃত বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী জিয়াউল মোল্লার ওপর হামলা

বগুড়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ২০:৫৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২১:০৭

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী, বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লার ওপর হামলা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বিকালে কাহালু উপজেলার তিনদীঘি বাজার এলাকায় গণসংযোগের সময় এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি ও তার ২/৩ জন কর্মী আহত হয়েছেন।

কাহালু থানার ওসি সেলিম রেজা সাবেক এমপির ওপর হামলার সত্যতা নিশ্চিত করেছেন। কাহালুর কালাই ইউনিয়নের চেয়ারম্যান জোবাইদুল ইসলাম সবুজ জানান, হামলার সময় সেখানে বিএনপির লোকজন ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ আসনে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে সংস্কারপন্থির অভিযোগে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তার স্থলে বিএনপি নেতা মোশারফ হোসেনকে ধানের শীষের টিকিট দেওয়া হয়। মোশারফ গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলেও পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. জিয়াউল হক মোল্লা স্বতন্ত্র প্রার্থী হন। মনোনয়ন দাখিলের পর বলেন, ‘দাসপ্রথা থেকে বেরিয়ে আসতে নির্বাচনে অংশ নিচ্ছি।’ এরপর বিএনপির নেতাকর্মীরা এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা ও কুশপুত্তলিকা দাহ করেন।

সোমবার বিকালে ডা. মোল্লা মাইক্রোবাসে কয়েকজন কর্মী নিয়ে গণসংযোগ করতে কাহালু উপজেলার তিনদীঘি বাজার এলাকায় যান। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাকে ‘বেইমান’ আখ্যায়িত করে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা দিয়ে মাইক্রোবাসে হামলা চালায়। গ্লাস ভেঙে ডা. মোল্লা ও তার কর্মী রাখাল মাসুদ এবং হাসান আহত হন।

আহত রাখাল মাসুদ অভিযোগ করেন, মাইক্রোবাস থেকে নামার সময় লাঠিসোঁটা হাতে শাকিল, গফুর ও সবুজের নেতৃত্বে ২০/২৫ জন হামলা চালিয়েছে। তারা মাইক্রোবাস ভাঙচুর ও ডা. মোল্লাকে হত্যার চেষ্টা করে।

হামলায় আহত ডা. জিয়াউল হক মোল্লা সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের ক্যাডার বাহিনী হত্যার জন্য আমার ওপর হামলা চালিয়েছে। হামলা করে আমাকে নির্বাচন থেকে সরানো যাবে না। এ ব্যাপারে আইনের আশ্রয় নেবো।’

ওই আসনে সাবেক এমপি মোশারফ হোসেন ফোন বন্ধ রাখায় হামলার প্রসঙ্গে তার বক্তব্য পাওয়া যায়নি।

কাহালুর কালাই ইউনিয়নের চেয়ারম্যান এবং ওয়ার্ড বিএনপির সদস্য জোবাইদুল ইসলাম সবুজ জানান, সাবেক এমপি ডা. মোল্লার ওপর হামলার সময় সেখানে বিএনপির নেতাকর্মীরা ছিলেন। বিএনপি ভোটে না যাওয়ার পরও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

সবুজ আরও জানান, এ হামলা দুঃখজনক। কারণ, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ঘোষণা দিয়েছিলেন, তার এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

ওসি সেলিম রেজা জানান, আহত ডা. মোল্লা ভাঙা মাইক্রোবাস নিয়ে থানায় এসে মৌখিকভাবে অভিযোগ ও হামলাকারীদের নাম পরিচয় বলে গেছেন। তিনি মামলা দিলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডা. জিয়াউল হক মোল্লার বাবা আজিজুল হক মোল্লা বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৪ সালে তার মৃত্যুর পর ছেলে ডা. মোল্লা উপনির্বাচনসহ আরও তিনটি নির্বাচনে এমপি নির্বাচিত হন। এক-এগারোর সময় বিএনপির শীর্ষ নেতাদের সম্পর্কে কটূক্তি করায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সর্বশেষ খবর
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?