X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

যমুনা নদীতে বেড়া দিয়ে মাছ চাষ, পানি পাচ্ছেন না কৃষক

বগুড়া প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৩, ১০:০৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:০৬

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে জালের বেড়া দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে। এতে প্রভাবশালীরা নদী থেকে কৃষি জমিতে সেচ দিতে বাধা দেওয়ায় কৃষকরা ফসলহানির শঙ্কায় পড়েছেন। প্রতিকার পেতে উপজেলার সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের কৃষক রঞ্জু মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামে গত কয়েক বছরে যমুনা নদীর ভাঙনে কৃষক রঞ্জু মিয়াসহ কয়েকজনের বিশাল আয়তনের জমি বিলীন হয়েছে। সেখানে বৃহৎ জলাভূমির সৃষ্টি হয়েছে।

এখানে একই গ্রামের জাবদুল ইসলামের ছেলে সম্রাট হোসেন, শাহজাহান মিয়ার ছেলে সাকিব ইসলাম, ইলিয়াস উদ্দিনের ছেলে অন্তর মিয়া, মৃত সাদেক মিয়ার ছেলে সিহাবুল ইসলাম, শাহজাহান মিয়ার ছেলে রনি মিয়া এবং লতিফ মিয়ার ছেলে মনির মিয়া জালের বেড়া দিয়ে মাছ চাষ করছেন। কৃষক রঞ্জু মিয়া কয়েকদিন আগে তার ভুট্টাক্ষেতে সেচ দিতে যমুনা নদীতে শ্যালো মেশিন বসান। সেখানে মাছ চাষকারীরা বাধা দেয়।

ফলে সেচের অভাবে জলাভূমির পাশে যমুনা নদীর বিস্তীর্ণ জমিতে ফসলহানির আশঙ্কা করা হচ্ছে। নিজেদের জমিতে সৃষ্ট জলাশয় থেকে পানি সেচ নিতে চাইলে প্রভাবশালী মাছ চাষিরা কৃষকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। বাধ্য হয়ে ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

কৃষক রঞ্জু মিয়া বলেন, গত কয়েকদিন আগে ইউএনও অফিসে অভিযোগ দিলেও প্রতিকার পাচ্ছি না।

তবে জাল দিয়ে মাছ চাষে জড়িতদের বক্তব্য পাওয়া যায়নি। সদর ইউনিয়নের ওয়ার্ড মেম্বর সুরুজ মিয়া বলেন, কৃষক রঞ্জু মিয়ার অভিযোগ সঠিক নয়। এখানে কোনও কৃষককে তাদের জমিতে সেচ দিতে বাধা দেওয়া হয়নি।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
যমুনার রুইয়ের জীবনরহস্য উন্মোচন, বাড়বে উৎপাদন সৃষ্টি হবে উদাহরণ
যমুনার চরে গাইঞ্জা ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক, কমেছে ফলন
যমুনা অয়েলের লভ্যাংশ ঘোষণা মঙ্গলবার
সর্বশেষ খবর
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু