X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নৌকায় চড়ে ট্রাক নিয়ে নদী পার হলেন মাহিয়া মাহি

রাজশাহী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৪

আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচন। যতদিন সুযোগ পাবেন মন দিয়ে প্রচারণা করে যেতে চান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) নায়িকা মাহিয়া মাহি।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে তানোর উপজেলার মন্ডুমালা এলাকার মাহির এক কর্মী মিঠু শেখ জানান, সোমবার সকাল ৮টায় নৌকায় নদী পাড়ি দিয়ে গোদাগাড়ী উপজেলার চর আষাড়দিহ এলাকায় গেছেন। সেখানে সেই দিনব্যাপী গণসংযোগ করবেন। নির্বাচনি ফিল্ড ভালো আছে। নেতাকর্মীদের নিয়ে ছুটছেন তিনি পথ থেকে পথে, ভোটারের বাড়িতে। বছরের প্রথম দিনেও স্বামী রাকিব সরকারকে নিয়ে বেরিয়েছেন তিনি নির্বাচনি জনসংযোগে। তারই একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। তাকে দেখা গেলো নৌকায় চড়ে নদী পার হচ্ছেন। কুয়াশায় ঘেরা চারদিক। মাহির হাতে প্রতীক ট্রাক।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মজা করে নায়িকা ক্যাপশনও দিয়েছেন, ‘বছরের প্রথম দিন নৌকায় করে ট্রাক পার হয়ে যাচ্ছে।’ তার ক্যাপশনটিতে আছে তিনিও নৌকার মানুষ, সেই ইঙ্গিত।

মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রথমে আওয়ামী লীগের হয়েই মনোনয়ন চেয়েছিলেন। তবে তিনি নৌকার টিকিট পাননি। কিন্তু জনগণের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে দাবি করেন। নির্বাচিত হলে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও আশীর্বাদ নিয়েই তিনি কাজ করতে চান। এলাকাবাসীর উন্নয়নে নিজেকে নিবেদিত করতে চান।

মাহির সেই স্বপ্ন পূরণ হবে কি না তা জানা যাবে ৭ জানুয়ারি।

রাজশাহীর এই আসনে মোট ১১ জন প্রার্থী আছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি (ট্রাক), স্বতন্ত্র মো. গোলাম রাব্বানী (কাঁচি), স্বতন্ত্র মো. আখতারুজ্জামান (ঈগল), ন্যাশনাল পিপলস পার্টির নুরুন্নেসা (আম), জাতীয় পার্টির শামসুদ্দিন (লাঙ্গল), তৃণমূল বিএনপির জামাল খান (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের বশির আহমেদ (ছড়ি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আল সামাদ (টেলিভিশন), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শামসুজ্জোহা বাবু (নোঙ্গর) ও স্বতন্ত্র শাহনেওয়াজ আয়েশা জাহান (বেলুন) প্রতীকে মাঠে আছেন।

/এফআর/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস