X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঢাকায় না গিয়ে ৫৮ টন চাল গেলো নওগাঁয়, গ্রেফতার ৬

বগুড়া প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ২২:১৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২২:১৫

বগুড়ার আদমদীঘির তিনটি অটো রাইস মিল থেকে চার ট্রাকে ৫৮ টন চালবোঝাই করা হয়েছিল। সেগুলো ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছে না দিয়ে ছিনতাই করা হয়েছে। শুক্রবার রাতে নওগাঁয় অভিযান চালিয়ে চাল ও দুটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘আরও দুটি ট্রাক উদ্ধার ও এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে।’

গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার বিবিরপুকুর গ্রামের আবুল কালামের ছেলে আজমল হোসেন (৩৩), একই উপজেলার লোহাজার গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হোসেন (৩৬), পূর্বপাড়ার বাবু শেখের ছেলে লিটন শেখ (৩০), নওগাঁর চকবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সুজন হোসেন (২৬), সাইদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০) এবং আনন্দনগর গ্রামের আব্দুস ছামাদের ছেলে হাসান আলী (২৪)।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ জানুয়ারি বেলা ১১টার দিকে আদমদীঘির পূর্ব ঢাকা রোড এলাকায় মেসার্স সালমান অটো রাইস মিল থেকে এক ট্রাকে ১৪ মেট্রিক টন চালবোঝাই করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে চালগুলো নারায়ণগঞ্জের সানারপাড়ার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে পাঠানো হয়। একই দিন বৈশাখী অটো রাইস মিল থেকে দুই ট্রাকে ৩০ মেট্রিক টন চালবোঝাই করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে ট্রাক দুটি ঢাকার মিরপুরে সততা রাইস এজেন্সিতে পাঠানো হয়। ৮ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে আদমদীঘির কলাবাগান এলাকার মেসার্স বুশরা অ্যাগ্রো ফুডস রাইস মিল থেকে এক ট্রাকে ১৪ মেট্রিক টন চালবোঝাই করা হয়। ট্রাকটি ঢাকার উত্তর বাড্ডার মেসার্স পিরোজপুর রাইস এসেন্সিতে পাঠানো হয়। তিন রাইস মিল থেকে চার ট্রাকে এক হাজার ১৫ বস্তায় ২৭ লাখ ৯০ হাজার টাকার ৫৮ মেট্রিক টন চাল পাঠানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে ট্রাকগুলো না গিয়ে নিখোঁজ হয়। মালিকদের সন্দেহ হলে সালমান অটো রাইস মিলের প্রোডাকশন ম্যানেজার ইসহাক আলী, বৈশাখী অটো রাইস মিলের স্টোর ইনচার্জ এনামুল হক ও বুশরা অ্যাগ্রো ফুডস রাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা মোখলেছুর রহমান আদমদীঘি থানায় মামলা করেন।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চালসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। শুক্রবার রাতে কাহালুর পেট্রোল পাম্পের কাছ থেকে চালবোঝাই একটি ট্রাক ও আরেকটি খালি ট্রাক এবং নওগাঁর হাঁপানিয়া এলাকার গুদাম থেকে অবশিষ্ট চাল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক ও হেলপারের ছদ্মবেশে থাকা ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা চাল ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। আরেক আসামিকে গ্রেফতার ও দুটি ট্রাক উদ্ধারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
মিল্টন সমাদ্দার আটক
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!