X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ার তাপমাত্রা ৯.১ ডিগ্রি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বগুড়া প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ১১:৫৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১১:৫৭

বগুড়ায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় সব মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগে ঘোষণা না দেওয়ায় অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা এসে অনেকক্ষণ অপেক্ষার পর ফিরে যান।

তবে জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আবার সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। দু’টি প্রতিষ্ঠানের আলাদা সিদ্ধান্তে অভিভাবকরা বিভ্রান্ত হচ্ছেন।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী জানান, সর্বনিম্ন তাপমাত্রা থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশনা মোতাবেক ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ২২ জানুয়ারি সোমবার জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় জেলার মাধ্যমিক স্তরের সব স্কুল/মাদ্রাসা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। বিষয়টি জেলার ১২ উপজেলার শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

অন্যদিকে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান খোলা থাকবে, শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানের অন্যরা আসবেন। আর এ ছুটি শুধু একদিনের জন্য।

বগুড়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ১০ ডিগ্রির নিচে হওয়ায় একে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এর আগে গত ১৬ জানুয়ারি সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
বইছে শৈত্যপ্রবাহ, কেমন যাবে পুরো সপ্তাহ?
তিস্তার বাঁধ ভেঙে শীতকালেও বন্যা, পানির নিচে পেঁয়াজ-আলু-ভুট্টা
স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ খবর
মিজানুর থেকে ‘মিজু গ্যাং’, টেলিগ্রামে চাঁদাবাজি-ছিনতাইয়ের পরিকল্পনা
‘মিজু গ্যাংয়ের’ মূলহোতাসহ ১১ জন গ্রেফতারমিজানুর থেকে ‘মিজু গ্যাং’, টেলিগ্রামে চাঁদাবাজি-ছিনতাইয়ের পরিকল্পনা
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
উচ্চ আদালতে আইনজীবীদের পোশাকে শিথিলতা বাতিল, পরতে হবে কালো গাউন
উচ্চ আদালতে আইনজীবীদের পোশাকে শিথিলতা বাতিল, পরতে হবে কালো গাউন
বেইলি রোডে আগুন: কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিকের জামিন
বেইলি রোডে আগুন: কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিকের জামিন
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট