X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

হাসপাতাল বেডে মৃত শিশুকে চুমো দিয়ে শেষ বিদায় জানালেন বাবা, হারালেন স্ত্রীকেও

নওগাঁ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ০৬:০০আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৬:০০

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে অস্বাভাবিক যন্ত্রণায় কাতরাচ্ছেন ৩৫ বছর বয়সী ফিরোজ হোসেন। তাকে চিকিৎসা দিতে ব্যস্ত চিকিৎসারা। এরইমধ্যে দুর্ঘটনায় নিহত পাঁচ মাস বয়সী ছেলে সন্তানকে চুমো দিয়ে শেষ বিদায় জানাচ্ছেন বাবা ফিরোজ। এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলেন নওগাঁর মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নওগাঁর মান্দা উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। এ ঘটনায় গুরুত্ব আহত হয় শিশুটির বাবা-মা ও বোন। নিহত শিশুটির বাবা ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার চকগোছাই যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত শিশুকে শেষবারের মতো চুমু খাচ্ছেন বাবা

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় কুমার রায় জানান, সড়ক দুর্ঘটনার পরে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় তাদের। এ ঘটনায় ফিরোজ হোসেন এবং তার স্ত্রী ও এক মেয়েকে গুরুতর আহত অবস্থায় পাই আমরা। তবে শিশুটিকে মৃত অবস্থায় নেওয়া হয় হাসপাতালে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সময় হাসপাতালের এক নার্সের সহযোগিতায় মৃত শিশুটিকে শেষবারের মতো চুমু দেন বাবা ফিরোজ হোসেন। এমন হৃদয়বিদারক ঘটনা সবাইকে অশ্রুসিক্ত করেছে। এমন দৃশ্য আমরা কোনোভাবেই ভুলতে পারছি না।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা পরবর্তীতে জানতে পারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত শিশুটির মাও মৃত্যুবরণ করেন। আহত ফিরোজ হোসেন এবং তার ৭ বছর বয়সী মেয়ে চিকিৎসাধীন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম