X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

হাসপাতাল বেডে মৃত শিশুকে চুমো দিয়ে শেষ বিদায় জানালেন বাবা, হারালেন স্ত্রীকেও

নওগাঁ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ০৬:০০আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৬:০০

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে অস্বাভাবিক যন্ত্রণায় কাতরাচ্ছেন ৩৫ বছর বয়সী ফিরোজ হোসেন। তাকে চিকিৎসা দিতে ব্যস্ত চিকিৎসারা। এরইমধ্যে দুর্ঘটনায় নিহত পাঁচ মাস বয়সী ছেলে সন্তানকে চুমো দিয়ে শেষ বিদায় জানাচ্ছেন বাবা ফিরোজ। এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলেন নওগাঁর মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নওগাঁর মান্দা উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। এ ঘটনায় গুরুত্ব আহত হয় শিশুটির বাবা-মা ও বোন। নিহত শিশুটির বাবা ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার চকগোছাই যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত শিশুকে শেষবারের মতো চুমু খাচ্ছেন বাবা

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় কুমার রায় জানান, সড়ক দুর্ঘটনার পরে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় তাদের। এ ঘটনায় ফিরোজ হোসেন এবং তার স্ত্রী ও এক মেয়েকে গুরুতর আহত অবস্থায় পাই আমরা। তবে শিশুটিকে মৃত অবস্থায় নেওয়া হয় হাসপাতালে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সময় হাসপাতালের এক নার্সের সহযোগিতায় মৃত শিশুটিকে শেষবারের মতো চুমু দেন বাবা ফিরোজ হোসেন। এমন হৃদয়বিদারক ঘটনা সবাইকে অশ্রুসিক্ত করেছে। এমন দৃশ্য আমরা কোনোভাবেই ভুলতে পারছি না।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা পরবর্তীতে জানতে পারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত শিশুটির মাও মৃত্যুবরণ করেন। আহত ফিরোজ হোসেন এবং তার ৭ বছর বয়সী মেয়ে চিকিৎসাধীন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের