বগুড়ার গাবতলীতে বাড়ির সৌন্দর্য দেখানোর জন্য সড়কের পাশের গাছ কাটায় আহম্মেদ সুমন নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৫ মে) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। গ্রেফতারকৃত আহম্মেদ সুমন (৩৯) উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে এবং ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালুডাঙ্গা গ্রামের বুরুজ ভিটাপাড়া সড়কের মাথায় আহম্মেদ সুমনের বাড়ি। দূর থেকে বাড়ির আলোকসজ্জা ও সৌন্দর্য দেখা যায় না। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ে তার বিরক্তির কারণ হয়ে উঠেছিল সড়কের গাছগুলো। এজন্য লোকজন নিয়ে গত শনিবার দুপুরে ভিটাপাড়া সড়কের পাশের ১০টি আম গাছ কেটে ফেলেন। গাছ কাটতে বাধা দিলে স্থানীয়দের হেনস্তা করা হয়। বিষয়টি নিয়ে সরব হয় স্থানীয় প্রশাসন। এ ঘটনায় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আনিসুর রহমান পরদিন সুমনের নাম উল্লেখ করে ১০-১২ জনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করেন।
স্থানীয়রা জানায়, ১০-১৫ বছর আগে নিজ বাড়ির সামনের ওই সড়কের পাশে ফলজ গাছ রোপণ করেন স্কুলশিক্ষক আব্দুর রহমান। বছর পাঁচেক আগে গাছগুলো রেখেই সুমনের বাড়ি পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করে দেয় এলজিইডি।
স্কুলশিক্ষক আব্দুর রহমান বলেন, ‘বেশ কিছুদিন ধরে গাছগুলো কেটে ফেলতে নানাভাবে চাপ দিয়ে আসছিল সুমন। শনিবার দুপুরে লোকজন নিয়ে গাছগুলো কেটে ফেলেন।’
গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘মামলার পরপরই সুমন আত্মগোপন করেন। খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সড়কের পাশের গাছ কাটার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হবে।’