X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সড়কের পাশের গাছ কাটায় বিএনপি নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৫ মে ২০২৪, ১৯:১৯আপডেট : ১৫ মে ২০২৪, ১৯:১৯

বগুড়ার গাবতলীতে বাড়ির সৌন্দর্য দেখানোর জন্য সড়কের পাশের গাছ কাটায় আহম্মেদ সুমন নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। 

বুধবার (১৫ মে) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। গ্রেফতারকৃত আহম্মেদ সুমন (৩৯) উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে এবং ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালুডাঙ্গা গ্রামের বুরুজ ভিটাপাড়া সড়কের মাথায় আহম্মেদ সুমনের বাড়ি। দূর থেকে বাড়ির আলোকসজ্জা ও সৌন্দর্য দেখা যায় না। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ে তার বিরক্তির কারণ হয়ে উঠেছিল সড়কের গাছগুলো। এজন্য লোকজন নিয়ে গত শনিবার দুপুরে ভিটাপাড়া সড়কের পাশের ১০টি আম গাছ কেটে ফেলেন। গাছ কাটতে বাধা দিলে স্থানীয়দের হেনস্তা করা হয়। বিষয়টি নিয়ে সরব হয় স্থানীয় প্রশাসন। এ ঘটনায় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আনিসুর রহমান পরদিন সুমনের নাম উল্লেখ করে ১০-১২ জনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করেন।

স্থানীয়রা জানায়, ১০-১৫ বছর আগে নিজ বাড়ির সামনের ওই সড়কের পাশে ফলজ গাছ রোপণ করেন স্কুলশিক্ষক আব্দুর রহমান। বছর পাঁচেক আগে গাছগুলো রেখেই সুমনের বাড়ি পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করে দেয় এলজিইডি।

স্কুলশিক্ষক আব্দুর রহমান বলেন, ‘বেশ কিছুদিন ধরে গাছগুলো কেটে ফেলতে নানাভাবে চাপ দিয়ে আসছিল সুমন। শনিবার দুপুরে লোকজন নিয়ে গাছগুলো কেটে ফেলেন।’

গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘মামলার পরপরই সুমন আত্মগোপন করেন। খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সড়কের পাশের গাছ কাটার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৩০৫
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল