X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

দেশের একটি মানুষও অনাহারে থাকে না: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
২৩ জুন ২০২৪, ১৮:১৫আপডেট : ২৩ জুন ২০২৪, ১৮:১৫

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে সব বৃহৎ অর্জনে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছে। প্রাচীন এই রাজনৈতিক দলটির সবচেয়ে বড় অর্জন হলো দেশের স্বাধীনতা অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু, আওয়ামী লীগ মানেই জয় বাংলা।’

রবিবার (২৩ জুন) বেলা ১১টায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। 

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য এস এম ব্রহানী সুলতান মামুদ গামা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল খালেক, সংরক্ষিত আসনের সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ বেগম ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার।

দেশের খাদ্য পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী জোগান দেওয়ার কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যখন সাত কোটি মানুষ ছিল, তখন কিন্তু অনাহার-অর্ধাহারে দিন কাটিয়েছেন অনেকে। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। তারপরও দেশের একটি মানুষও অনাহারে থাকে না।’

আওয়ামী লীগ সরকারের হাত ধরে উন্নয়ন-অর্জনের চিত্র তুলে ধরে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়নের মধ্যে উল্লেখযোগ্য অর্জন হলো পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও মেট্রোরেল নির্মাণ। এ ছাড়া কয়েক লাখ গৃহহীন পরিবারকে পুনর্বাসন সরকারের আরেকটি বড় অর্জন। পাশাপাশি কৃষি ক্ষেত্রে উন্নয়ন, খাদ্য উৎপাদন, মৎস্য উৎপাদন, সবজি উৎপাদন, গবাদিপশু চাহিদার চেয়ে উদ্বৃত্ত উৎপাদন কৃষিবান্ধব এই সরকারের বড় অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম আর সঠিক পরিকল্পনায় মধ্যমআয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটিও আওয়ামী লীগের অর্জন। গত কয়েক বছরে শহর থেকে গ্রাম পর্যায়ে রাস্তাঘাট, স্কুল-কলেজ ও মাদ্রাসার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা সাড়ে ১১টায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

/এএম/ 
সম্পর্কিত
আগামী নির্বাচনের ব্যালটে নৌকা প্রতীক থাকতে পারবে না: সারোয়ার তুষার
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন গ্রেফতার
সর্বশেষ খবর
ইসির নিবন্ধন কেটে আ.লীগের নাম সন্ত্রাসীর খাতায় লিখতে হবে: আখতার হোসেন
ইসির নিবন্ধন কেটে আ.লীগের নাম সন্ত্রাসীর খাতায় লিখতে হবে: আখতার হোসেন
বেড়েছে মুরগির দাম, সবজিও ঊর্ধ্বমুখী
বেড়েছে মুরগির দাম, সবজিও ঊর্ধ্বমুখী
সরকার দাবি না মানলে জনতার আদালত বানিয়ে আ.লীগের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম
সরকার দাবি না মানলে জনতার আদালত বানিয়ে আ.লীগের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
সর্বাধিক পঠিত
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?