X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

১১ বছর ধরে শয্যাশায়ী, পাশে দাঁড়ায়নি কেউ

নাঈম উদ্দিন মৃধা, নাটোর
০৬ জুলাই ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৮:৫৪

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের মহেশচন্দ্রপুর গ্রামের কৃষক আত্তাব আলীর স্ত্রী হেলেনা বেগম (৪০) গত ১১ বছর ধরে শয্যাশায়ী। প্রথমবার স্ট্রোক করে হাত-পা প্যারালাইসিস হয়ে যায়। পরে আবারও স্ট্রোক করলে পুরো শরীর অচল হয়ে পড়ে। ইতোমধ্যে চিকিৎসা করাতে গিয়ে জমিজমা যা ছিল, সব বিক্রি করে দিয়েছেন। শেষ পর্যন্ত আড়াই লাখ টাকা ঋণ নিয়ে চিকিৎসা করিয়েছেন। কিন্তু আজও উঠে দাঁড়াতে পারেননি। এখন বিছানায় শুয়েই দিন কাটে। টাকার অভাবে চিকিৎসা করানোর সাধ্য নেই পরিবারের।

দীর্ঘ এতটি বছর এভাবে পার করলেও পরিবারটির পাশে দাঁড়ায়নি কেউ। আবেদন করেও পাননি কোনও জনপ্রতিনিধি কিংবা বিত্তবানের সহায়তা। সর্বশেষ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে দেখা করে পেয়েছেন দুই হাজার টাকা। এ অবস্থায় অসহায় দিনযাপন করছে পরিবারটি।

পারিবারিক সূত্রে জানা যায়, কৃষিকাজ ও দিনমজুরি দিয়ে সংসার চলতো আত্তাব আলীর। ১১ বছর আগে হঠাৎ তার স্ত্রী হেলেনা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। এখন শরীরের কোনও অঙ্গ নড়াচড়া করাতে পারেন না। স্বামী ছাড়া পরিবারে কোনও সদস্য নেই। ফলে খাওয়া-দাওয়া ও গোসলসহ সব কাজ স্বামীকে করাতে হয়। দিনমজুরি না দিলে সংসার চলে না। স্ত্রীর চিকিৎসা করাতে চাইলেও টাকার অভাবে পারছেন না।

অসহায়ত্বের কথা জানিয়ে আত্তাব আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার তিন মেয়ে। কোনও ছেলে নেই। দিনমজুরের কাজ করে তিন মেয়েকে বিয়ে দিয়েছি। বর্তমানে স্বামী-স্ত্রী ছাড়া কেউ নেই। নাটোর-রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে সব শেষ হয়ে গেছে। আজও সুস্থ হয়নি।’

স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তবানদের কাছে আবেদন করেও কোনও সহায়তা পাননি দাবি করে আত্তাব আলী বলেন, ‘স্ত্রীর চিকিৎসার জন্য সহায়তা চেয়ে কলম ইউনিয়নের চেয়ারম্যানের কাছে পাঁচবার, উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে দুবার, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে লিখিত আবেদন করেছি। আমাদের ইউপি চেয়ারম্যানের কাছে প্রতিবন্ধী ভাতার একটি কার্ডের জন্য আবেদন করেও পাইনি। সর্বশেষ গত ১৬ জুন প্রতিমন্ত্রী মহেশচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে আসার খবর শুনে স্ত্রীকে ভ্যানে শুইয়ে নিয়ে গিয়ে দেখা করে বিস্তারিত জানাই। তখন আমার হাতে দুই হাজার টাকা দিয়ে যান প্রতিমন্ত্রী।’

দুই হাজার টাকা দিয়ে তো চিকিৎসা করানো সম্ভব নয় উল্লেখ করে এই কৃষক আরও বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, আমার স্ত্রীর দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। বাপ-দাদার আমল থেকে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আশা ছিল, স্থানীয় আওয়ামী লীগ নেতারা আমার পরিবারের পাশে দাঁড়াবে। কিন্তু কেউ দাঁড়ায়নি। একপ্রকার মানবেতর জীবনযাপন করছি।’ 

মহেশচন্দ্রপুর গ্রামের বাসিন্দা রওশন আলী মন্ডল বলেন, ‘দিনমজুরের কাজ করে আত্তাব তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। কোনও ছেলে না থাকায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। এখন কাজে গেলে স্ত্রীকে দেখাশোনার কেউ থাকে না। ফলে একদিন কোনোমতে কাজ করে দুদিন বাড়িতে থাকতে হয়। খুব অসহায়ত্বের মধ্য দিয়ে দিন যাচ্ছে। কেউ আর্থিক সহযোগিতা করলে স্ত্রীর চিকিৎসা করাতে পারতেন।’

আরেক প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, ‘১১ বছর ধরে খেয়ে না খেয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে জীবনযাপন করছেন আত্তাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা যদি কোনও মন্ত্রী পাশে দাঁড়ান, তাহলে পরিবারটি রক্ষা যাবে।’

পরিবারটির বিষয়ে জানতে চাইলে কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুন্নু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই পরিবারের বিষয়টি আমি জানি। তারা আবেদন করেও কেন প্রতিবন্ধী ভাতার কার্ড পায়নি, বিষয়টি আমি দেখবো। প্রতিমন্ত্রী যেদিন এসেছেন হয়তো ওই পরিবারের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি, প্রতিমন্ত্রী বিস্তারিত জানলে অবশ্যই আত্তাবের পরিবারকে চিকিৎসা সহায়তা দেবেন।’

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ‘তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিয়মিত অসুস্থদের আর্থিক সহযোগিতা করেন। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে সহায়তা পাওয়ার কথা ওই পরিবারের। হয়তো প্রতিমন্ত্রীকে তার পরিবারের এমন অবস্থার কথা জানানো হয়নি।’

/এএম/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
দখল-দূষণে খরস্রোতা বড়াল এখন মরা খাল
নাটোরে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে গেজেট প্রকাশ
রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে গেজেট প্রকাশ
ইয়ামালের প্রশংসায় ফ্লিক
ইয়ামালের প্রশংসায় ফ্লিক
কাতারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার নিচ্ছেন ট্রাম্প
কাতারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার নিচ্ছেন ট্রাম্প
যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা
যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে