বগুড়ার সোনাতলা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নতুন বন্দর ঘোড়াপীর মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা এ সময় প্রায় ২৫ বান্ডিল পুরাতন টিন ও অন্যান্য মালামাল নিয়ে গেছে। এতে ব্যবসায়ীর অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাধা দিলে ব্যবসায়ীর ছেলে শফিকুল ইসলাম রোমানকে ছুরিকাঘাত করা হয়।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা জানান, শুনেছেন, এটা রাজনৈতিক প্রতিপক্ষের হামলা। তবে বিকাল পর্যন্ত মামলা হয়নি।
জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার নতুন বন্দর ঘোড়াপীর মাজার এলাকায় সাবেক আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী খন্দকারের ‘খন্দকার এন্টারপ্রাইজ’ নামে পুরাতন টিন, লোহা, চারকোল ও অন্যান্য মালামাল বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত ওই ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয়। তারা ভাঙচুর ও লুটপাট চালায়।
বাধা দিলে দুর্বৃত্তরা ব্যবসায়ীর ছেলে শফিকুল ইসলাম রোমানকে (৩৭) ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা ব্যবসায়ীর বাড়ির দরজায় গিয়ে ভাঙচুরে চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী ছোট ছেলে জিহাদ (১৫) ও ভাতিজা জুলেটকে (২৫) মারধর করা হয়।
যাওয়ার সময় দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫ বান্ডিল পুরাতন টিন, চারকোল, লৌহজাত সামগ্রী ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
হামলাকারীদের ভয়ে ভীতসন্ত্রস্ত সাবেক আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী শাহজাহান আলী খন্দকার জানান, রাজনৈতিক প্রতিপক্ষ নয়, পূর্ব শত্রুতার জের ও প্রতিহিংসার কারণে এলাকার সর্বদলীয় দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও তার ছেলেকে ছুরিকাঘাত করেছে। ছোট ছেলে ও ভাতিজাকে মারধর করা হয়েছে। হামলায় ও লুটপাটে তার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।