X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২
বগুড়ার দুই উপজেলায় বিএনপি ও যুবদল অফিসে আগুন

মামলার পর ছিলেন আত্মগোপনে, সাবেক-বর্তমান চার চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে

বগুড়া প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪, ১৮:১০আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৮:১০

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৪ ও পুলিশ সদস্যরা রবিবার (৩ নভেম্বর) রাতে ঢাকার মিরপুর সেনানিবাস এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করেন।

সোমবার (৪ নভেম্বর) বিকালে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তাদের বগুড়ায় আনা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেফতার আসামিরা হলেন বগুড়া আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক আবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আদমদীঘি সদর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুন্দুগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান শামিমুল হুদা খন্দকার শামীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সান্তাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু, সহসভাপতি নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন এবং সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, গত ১৯ ও ২৫ আগস্ট আদমদীঘি ও সান্তাহারে বিএনপি ও যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এ ব্যাপারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা হয়। বগুড়া সদর থানার হত্যা মামলাতেও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর আসামি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, রবিবার রাতে র‌্যাব-৪ সদস্যদের সহযোগিতায় ঢাকার মিরপুর সেনানিবাস এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুটি নাশকতার মামলার সাত আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ডিএনএ টেস্টে মিললো খুনির পরিচয়, সিআইডির অভিযানে গ্রেফতার সেলিম মাদবর
টিউলিপ বাংলাদেশি নাগরিক, তাকে এখানে এসে মামলা মোকাবিলা করতে হবে: দুদক চেয়ারম্যান
সেই ওসির সাসপেন্ড ও ঘটনার তদন্ত চান শিক্ষক মাহমুদুল হক
সর্বশেষ খবর
বাটলারের চোখে বাংলাদেশ আন্ডারডগ
বাটলারের চোখে বাংলাদেশ আন্ডারডগ
এক গ্রামের মানুষের সঙ্গে বিএনপি নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ৮
এক গ্রামের মানুষের সঙ্গে বিএনপি নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ৮
ডিএনএ টেস্টে মিললো খুনির পরিচয়, সিআইডির অভিযানে গ্রেফতার সেলিম মাদবর
ডিএনএ টেস্টে মিললো খুনির পরিচয়, সিআইডির অভিযানে গ্রেফতার সেলিম মাদবর
মুক্তিযোদ্ধা সংসদে অ্যাডহক কমিটি, ৬ মাসের মধ্যে নির্বাচন
মুক্তিযোদ্ধা সংসদে অ্যাডহক কমিটি, ৬ মাসের মধ্যে নির্বাচন
সর্বাধিক পঠিত
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
কাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দোহাগামী বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণাকাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
খিলক্ষেতে ‘অস্থায়ী মন্দির’ অপসারণের দাবি, সমাধানের চেষ্টায় পুলিশ
খিলক্ষেতে ‘অস্থায়ী মন্দির’ অপসারণের দাবি, সমাধানের চেষ্টায় পুলিশ