X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

বগুড়ায় আপত্তির মুখে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর পরিবেশনা বাতিল

বগুড়া প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ০০:১৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:১৭

বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ‘দিন বদলের মঞ্চ’ নামের একটি সংগঠন আয়োজিত দিনব্যাপী বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপত্তির মুখে পূর্বনির্ধারিত পরিবেশনা উপস্থাপন করতে পারেনি উদীচী শিল্পীগোষ্ঠী। সোমবার দিনব্যাপী শহরের সাতমাথায় মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘দিন বদলের মঞ্চের’ সভাপতি সাজেদুর রহমান বলেন, দিনব্যাপী অনুষ্ঠানে বগুড়ার স্বপ্ত স্বর, চর্চা সাংস্কৃতিক একাডেমি, ত্রিতাল, নৃত্যছন্দম, উদীচী এবং লালন শিল্পীদের পরিবেশনার কথা ছিল। সকাল ৯টায় অনুষ্ঠান উদ্বোধনের আগেই কিছু তরুণ অনুষ্ঠানমঞ্চে এসে ব্যানারে উদীচীর নাম থাকায় আপত্তি তুলে অনুষ্ঠানে বাধা দেন। পরে পুলিশ এসে তাদের পক্ষ নিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহানকে অতিথি হিসেবে মঞ্চে তোলা যাবে না বলেও জানান। শেষ পর্যন্ত উদীচীর শিল্পীরা অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, কয়েকটি বাম দল যৌথভাবে ‘দিনবদলের মঞ্চ’র বানারে সাতমাথায় মুক্তমঞ্চে বিজয় উৎসবের আয়োজন করে। সেখানে উদীচীর একজন নেতাকে অতিথি করা নিয়ে আপত্তি তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের আপত্তির কারণ, উদীচী সাবেক আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দালাল ছিল। তাদের কাউকে মঞ্চে উঠতে দেওয়া হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবির পরিপ্রেক্ষিতে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়, উদীচীর ওই ব্যক্তিকে মঞ্চে তোলা যাবে না। আয়োজকেরা সেই অনুযায়ী অনুষ্ঠান আয়োজন সম্পন্ন করেছে।

বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানে কমিটি নেই। ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক শাকিব খান বলেন, ‘দিন বদলের মঞ্চে বিজয় উৎসবে উদীচীর পরিবেশনায় আমরা কোনও বাধা দিইনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অন্য কেউ বাধা দিয়েছেন কিনা সেটা আমাদের জানা নেই। পুলিশ ফোন করে জানতে চেয়েছিল, উদীচীর পরিবেশনায় আপত্তি আছে কিনা? আমরা জানিয়ে দিয়েছি, উদীচীর বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই, বিজয় উৎসবে তাদের পরিবেশনায় কোনও আপত্তিও নেই।’

উল্লেখ্য, দিনব্যাপী উৎসবের উদ্বোধক ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল ক্বাফী। এতে অতিথি ছিলেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম।

এদিকে সন্ধ্যায় উদীচী বগুড়ার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দিন বদলের মঞ্চ আয়োজিত বিজয় উৎসবের ব্যানারে উদীচীর নাম থাকায় বাধা প্রদানের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের মাহমুদুস সোবহান ও সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বলেন, উদীচী ফ্যাসিবাদকে পরাজিত করার সংগ্রামে লড়াই করেছে, নতুন ফ্যাসিবাদ সৃষ্টির জন্য লড়াই করেনি। বিজয় উৎসবে উদীচীর অংশগ্রহণে বাধা স্পষ্টত ফ্যাসিবাদী আচরণ। প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান থেকে বাংলাদেশিদের দ্বিতীয় দলটি ঢাকা পৌঁছেছে
ইরান থেকে বাংলাদেশিদের দ্বিতীয় দলটি ঢাকা পৌঁছেছে
ডিপজলের বিরুদ্ধে মামলা
ডিপজলের বিরুদ্ধে মামলা
বাংলা একাডেমির গুণগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি
বাংলা একাডেমির গুণগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি
৬ দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
৬ দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স