X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ, আহত ৩০

পাবনা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪

পাবনার বেড়া পৌর এলাকায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শোভাযাত্রায় ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার বেড়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বেড়া পৌর ছাত্রদল। এর অংশ হিসেবে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা সকাল ১০টা থেকেই সরকারি বেড়া বিপিন বিহারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে সমবেত হতে শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে শোভাযাত্রাটি শুরু হয়ে বেড়া বাজারে পৌঁছালে পৌর এলাকার শেখপাড়া ও সওদাগরপাড়া মহল্লার কয়েকজন কিশোরের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। এতে দুই মহল্লার লোকজন শোভাযাত্রা চলাকালেই সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পৌর এলাকার সিনেমা হল মোড়ে এসে শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়।

পরে শেখপাড়া, সওদাগরপাড়া ও হাতিগাড়া মহল্লার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেড়া বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে বেড়া পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৮) আহত হন। এ ছাড়া উভয় পক্ষের রাহাত সওদাগর (১৭), আবু হানিফ (৪০), শাকিল (২২), তুষার সওদাগর (২৪), রাসেল (২৫), শাহজাহান (৩৮), আয়মান (২৬), মনিরুল (২২), কাওসার (২৭), ইমরান (২৭), এন্তাজ (৩৮), সোলাইমান (৪৫), ইয়াসিনসহ (২০) অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে সওদাগরপাড়ার রাহাত সওদাগর ও বনগ্রামের আবু হানিফকে গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নেছা বলেন, ‘চিকিৎসা নিতে আসা বেশিরভাগই ঢিলের আঘাতে মাথায় আঘাত পেয়েছেন। কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতেও আহত হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়।’

বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন বলেন, আমরা শোভাযাত্রার সামনে ছিলাম। পেছনের দিকে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ বেধে যায়। তবে সংঘর্ষ রাজনৈতিক কোন্দল বা দ্বন্দ্বের কারণে হয়নি।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, শোভাযাত্রার পেছন দিকে ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে বিকাল পর্যন্ত সেনা সদস্যদের সঙ্গে তিন থানার (বেড়া, সাঁথিয়া ও আমিনপুর থানা) পুলিশ মিলে টহল দিয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি।

/এএম/
সম্পর্কিত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের