X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

হিমাগারে ভাড়া বৃদ্ধি, মহাসড়কে আলু ফেলে অবরোধ

বগুড়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০

বগুড়ার শাজাহানপুরে হিমাগারের ভাড়া বৃদ্ধি ও ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জামাদারপুকুর হাটে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা আলু ফেলে ও শুয়ে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর বেলা ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় আলুচাষি আবদুল হালিমের সভাপতিত্বে মানবন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা এনামুল হক স্বপন, সাবেক ইউপি সদস্য তোতা মিয়া, জামায়াত নেতা শাহজাহান আলী, আতাইল গ্রামের আলুচাষি রুহুল আমিন, বাদশা মিয়া, কৃষক মিজানুর রহমান, ফজলুল হক, আলমগীর হোসেন, সোলাইমান আলী, আলু ব্যবসায়ী জহুরুল মেম্বার, শফিকুল, আইয়ুব, জিন্নাত আলী, হাবিবুর রহমান প্রমুখ।

আলুচাষি আবদুল হালিম বলেন, ‘মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে আবাদ করতে গিয়ে বাড়তি অর্থ ব্যয় হয়েছে। এরপর ইজারাদারের অতিরিক্ত খাজনা ও হিমাগারের ভাড়া বাড়ানোয় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’

বগুড়া জেলা আলু ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক শাজাহান আলী বলেন, ‘হিমাগারের মালিকরা নিজের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও নানা অনিয়ম করছেন। প্রতিকেজি আলু ভাড়া পাঁচ টাকা থেকে বৃদ্ধি করে আট টাকা করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেও প্রতিকার মেলেনি।’

আলুচাষি তোতা মিয়া জানান, গত কয়েক বছর থেকে তারা আলু সংরক্ষণে হিমাগারগুলোতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক হিমাগার মালিক তাদের আলুগুলো বিক্রি করে দেন। এবার আলুর বস্তা সংরক্ষণে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি করে একচেটিয়া মুনাফা করছেন। অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হলে প্রান্তিক চাষি ও ক্ষুদ্র আলু ব্যবসায়ীরা বড় আন্দোলনের ডাক দেবেন।

পরে বিক্ষোভকারীরা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা, দাবি না মানলে সারা দেশে অবরোধ
সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন