X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

নওগাঁ প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ১৫:১৭আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৫:১৭

সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে ‘লাল কার্ড’ প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফজলে রাব্বী, জাহানে মোতায়েন যুক্ত, সাদমান সাকিব, রিদিতা আহমেদ রোজা, নাবিলা তাবাসসুম বর্ষাসহ অন্যান্যরা।

বিক্ষোভ সমাবেশে রিদিতা আহমেদ রোজা নামে এক শিক্ষার্থী বলেন, ‘দেশে যেভাবে নারী নিপীড়ন, ধর্ষণ বেড়েছে তাতে শিশু থেকে বয়স্ক কেউ বাদ যাচ্ছে না। আমরা এখন রাস্তায় বের হতে ভয় পাই। সব সময় নিজেকে অনিরাপদ মনে হচ্ছে। আজকেও যখন বাসা থেকে বের হচ্ছিলাম চিন্তা হচ্ছিল বাসায় ভালোভাবে ফিরতে পারবো কি না। অথচ যারা এসবের সঙ্গে জড়িত তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। অপরাধীদের শাস্তি দেওয়া না গেলে আগামীতে মেয়েরা ঘরের বাইরে বের হতে ভয় পাবে। আর মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার যোগ্যতা নেই সেই চেয়ারে বসে থাকার।’

আরেক শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘ছাত্ররা জুলাই আন্দোলন শুধু স্বৈরাচার সরকার পরিবর্তনের জন্য করেননি। বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এই গণ-অভ্যুত্থান হয়েছিল। কিন্তু গণ-অভ্যুত্থানের পরে সে সুফলগুলো আমরা সাধারণ মানুষ পাচ্ছি না। দেশে ধর্ষণ, হত্যা, ডাকাতি, চাঁদাবাজির ঘটনা  বেড়ে চলছে। বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনও ভূমিকা দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার ধর্ষণ প্রতিরোধে ব্যর্থতার যে বহিঃপ্রকাশ দেখাচ্ছে এজন্যই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করে এই ব্যবস্থার পরিবর্তন করতে না পারে আন্দোলন আরও জোরদার করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন
সর্বশেষ খবর
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি