বগুড়ার কাহালুতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও সমবয়সী অপর শিশুকে ধর্ষণচেষ্টার মামলার আসামি নূর ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়েছে। ডিবি ও কাহালু থানা পুলিশ রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার পাইকর ইউনিয়নের শাহানাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, অভিযুক্ত দিনমজুর নূর ইসলাম বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা মৃত হবিবর রহমানের ছেলে। গত ১২ মার্চ বেলা ১১টার দিকে দুই শিশুকে খাবারের প্রলোভনে দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ ও অপর শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ছাড়া এ কথা কাউকে জানালে তাদের হত্যার পর লাশ পায়খানায় ফেলে দেওয়ার ভয় দেখানো হয়।
ধর্ষণে ভুক্তভোগী শিশুর পরদিন রক্তক্ষরণ ও অপরজনের শরীরে জ্বর আসে। এতে শিশু দুটির পরিবার টের পেলে অভিযুক্ত নূর ইসলাম পালিয়ে যায়। ধর্ষণের শিকার শিশুর মা ১৪ মার্চ রাত ১২.২৫ মিনিটে কাহালু থানায় নূর ইসলামের বিরুদ্ধে মামলা করেন। রাত ৩টার দিকে কাহালু থানা পুলিশ দুই শিশুকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার জানান, মামলার পর থেকে আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করা হয়। ডিবি ও কাহালু থানা পুলিশ রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের শাহানাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, সোমবার দুপুরে আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।