X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

অন্যের নাম-ঠিকানা ব্যবহার করে বিয়ে, জানাজানির পর আত্মগোপনে বর

বগুড়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ০০:১৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২১:২৮

বগুড়ার সোনাতলায় শিপলু হাসান মিনাজুল নামে এক প্রতারক অন্যজনের নাম ও ঠিকানা ব্যবহার করে এক কলেজছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত বর আত্মগোপন করেছেন। এতে কনে ও তার পরিবার বিপাকে পড়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ছাত্রীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগে জানা গেছে, শিপলু হাসান মিনাজুল বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের নওদাবগাঁ গ্রামের জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে। তিনি পেশায় ঘটক ও মুদি ব্যবসায়ী। মিনাজুল একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও নওদাবগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী সাজু মিয়ার (৪২) নাম ব্যবহার করেন। এরপর বগুড়া সদরের এক ব্যক্তির মেয়ে স্থানীয় একটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রীকে বিয়ে করেন।

চলতি বছরের গত ১ জানুয়ারি সাড়ে তিন লাখ টাকা দেন মোহরানায় তাদের বিয়ে হয়। এরপর থেকে শ্বশুরবাড়িতে তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছিলেন। কয়েকদিন আগে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের নওদাবগাঁ গ্রামের এক ভিক্ষুক বগুড়া সদরের ওই কলেজছাত্রীর গ্রামের বাড়িতে ভিক্ষা করতে আসেন। এ সময় ছাত্রীর বাবা-মা ভিক্ষুকের পরিচয় জানতে পেরে তারা জানান, তার মেয়েকে ওই গ্রামে বিয়ে দিয়েছেন এবং বরের নাম সাজু মিয়া। তখন ওই ভিক্ষুক তাদের জানান, সাজু মিয়া একটি স্কুলের নৈশপ্রহরী; তারা প্রতারণার শিকার হয়েছেন। এরপর মিনাজুলের প্রতিবেশী সাজু সেজে বিয়ে করার বিষয়টি জানাজানি হয়। এ ব্যাপারে শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রশ্ন করলে মিনাজুল কৌশলে সটকে পড়েন।

প্রতারণার শিকার কলেজছাত্রী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিন মাস আগে শিপলু হাসান মিনাজুলের সঙ্গে তার বিয়ে হয়েছে। এরপর আসল পরিচয় প্রকাশ পেলে সে (মিনাজুল) পালিয়ে যায়।

ছাত্রীর বাবা প্রতারিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শিগগিরই এ ব্যাপারে আইনের আশ্রয় নেবো।’

এ প্রসঙ্গে বগুড়ার সোনাতলার নওদাবগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী সাজু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার নাম, বাবার নাম ও ঠিকানা ব্যবহার করে প্রতারক শিপলু হাসান মিনাজুল বগুড়া সদরের এক কলেজছাত্রীকে বিয়ে করেছে।’ নাম-পরিচয় ব্যবহার করে বিয়ে করায় সাজু মিয়াও তার বিরুদ্ধে সোনাতলা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, প্রতারণার শিকার কলেজছাত্রীর পরিবার থানায় মামলা করতে এসেছিল। ঘটনাস্থল বগুড়া সদরে হওয়ায় তাদের সেখানে মামলার পরামর্শ দেওয়া হয়েছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ফ্রান্সে বিয়ের আসরে কনেকে গুলি করে হত্যা
ইডেনের সেই ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন নোবেল
নবদম্পতির বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল