X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

জামিন পেয়ে কারাগার থেকে বের হতেই সাবেক এমপিকে মারধর

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ২৩:১৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২৩:১৭

জামিনে কারামুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবদুল আজিজকে মারধর করেছেন একদল যুবক। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ কারাগারের গেটের সামনে এ ঘটনা ঘটে।

তাকে মারধরের একটি ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনেহিঁচড়ে জোরপূর্বক একটি গাড়িতে তোলার চেষ্টা করছেন। এ সময়ে আরও কয়েকজন যুবক তাকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে মারধর করছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সাবেক এমপি আবদুল আজিজের কারামুক্ত হওয়ার খবর পেয়ে সিরাজগঞ্জ কারাগারের সামনে জড়ো হন একদল যুবক। যখন তিনি জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ধরেন। এরই মধ্যে টেনেহিঁচড়ে মারধর শুরু করেন ওসব যুবক। 

সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার এএসএম কামরুল হুদা বলেন, ‌‘উচ্চ আদালতের নির্দেশে সাবেক এমপি আবদুল আজিজের জামিন হয়েছে। জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই করে রাত পৌনে ৮টার দিকে মুক্তি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর একদল যুবক তাকে ধরে নিয়ে যায় বলে শুনেছি।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সাবেক এমপি ডা. আবদুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পর তাকে ঘিরে ধরে মারধর করা হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন আবদুল আজিজ।’

গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে আবদুল আজিজকে গ্রেফতার করে র‌্যাব-২। পরে র‌্যাব-১২-এর মাধ্যমে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। পরদিন দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কড়া নিরাপত্তার মধ্যে তাকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওই দিন আদালতের বিচারক ওবায়দুল হক রুমি সাবেক সংসদ সদস্য আজিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তখন থেকেই কারাগারে ছিলেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে মামলা করেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা এ মামলায় সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়।

শিশু হাসপাতালের সাবেক চিকিৎসক আবদুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতি। এর আগে তিনি দীর্ঘদিন ওই হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

/এএম/
সম্পর্কিত
সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন গ্রেফতার
সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
হাসিনা ও আ.লীগ বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম করতে পারে না: সারজিস
সর্বশেষ খবর
৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের
৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
গাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপগাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে যশোরে আইইডিসিআর টিম
শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে যশোরে আইইডিসিআর টিম
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ