বগুড়ার আদমদীঘিতে বাড়িতে ছুটিতে এসে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে মাহিন হোসেন (২৮) নামে এক সেনাসদস্য মারা গেছেন।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, সেনাসদস্য মাহিন হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি মধ্যপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত। বর্তমানে র্যাব প্রধান কার্যালয়ে পোস্টিংয়ে ছিলেন।
গত ৮ এপ্রিল ছুটিতে বাড়ি আসেন। আগামী ২২ এপ্রিল পর্যন্ত তার ছুটি ছিল। তিনি বুধবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরে পানি সেচ দিতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার এসআই মানিক কুমার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া সেনা সদস্য মাহিন হোসেনের লাশ বিকালে বগুড়া সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।