বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে (১৫) যৌন হয়রানির অভিযোগে করা মামলায় সাগর হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাতে তাকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে কৈয়াগাড়ি বাঁধের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, বখাটে ও মাদকাসক্ত সাগর হোসেন বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর কৈয়াগাড়ি বাঁধে বসবাসকারী আনোয়ার হোসেনের ছেলে। মাদক সেবনে অসুস্থ হয়ে পড়লে কিছুদিন আগে তাকে মাদক নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কয়েকদিন আগে সে বাড়ি ফিরেছে।
এদিকে, একই বাঁধে আশ্রয় নেওয়া এক দম্পতি চিকিৎসার জন্য বগুড়া শহরের হাসপাতালে যান। তাদের স্কুলপড়ুয়া মেয়ে বাড়িতে বড় ভাইয়ের সঙ্গে ছিল। গত ১৫ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ভাই বাড়ির কাছে দোকানে চা পান করতে যান। এ সুযোগে সাগর হোসেন ঘরে ঢুকে ওই ছাত্রীকে যৌন হয়রানি করে।
এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সাগর পালিয়ে যায়। এ ব্যাপারে ছাত্রীর বাবা ১৬ এপ্রিল ধুনট থানায় সাগর হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাগর হোসেন তার অপরাধ স্বীকার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া ২২ ধারায় জবানবন্দি রেকর্ডে ওই ছাত্রীকে আদালতে আনা হয়।