X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, রবিবার ক্লাস বর্জন

রাবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ১৪:০৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৫:৩৯

রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, রবিবার ক্লাস বর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া রবিবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
শনিবার বেলা সোয়া ১০টা থেকে আধা ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন দুই শতাধিক শিক্ষার্থী। পরে বেলা পৌনে ১২টা থেকে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির সমাবেশে যোগ দেন। সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম রবিবার ক্লাস বর্জনের ঘোষণা দেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা সকল শিক্ষক হত্যার বিচার দাবি করেন।
নিহত শিক্ষকের ভগ্নিপতি মোস্তাফিজুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অধ্যাপক রেজাউল করিম। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে গলিতে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছনে আঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয় হয়।

নিহত অধ্যাপক রেজাউল করিমের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী এবং মেয়ে রিজওয়ানা হাসিন শতবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা শেষ করেছেন।

বিভাগ সূত্রে জানা গেছে, অধ্যাপক রেজাউল করিম ‘কোমলগান্ধ্যার’ নামে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা সম্পাদনা করতেন। তিনি ভালো সেতার বাজাতেন এবং ‘সুন্দরম’ নামে একটি সাংস্কৃতিক বিষয়ক সংগঠনের উপদেষ্টা ছিলেন।

সুন্দরম সংগঠনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার সেকশন অফিসার হাসন রাজা  বলেন, ‘ওনার সঙ্গে পরশুদিনও তার পত্রিকা বের করা নিয়ে বিভিন্ন কথা হয়েছে। এটা কোনও মৌলবাদীদের পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ তার কোনও শত্রু থাকতে পারে বলে মনে হয় না।’

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের সব সাংস্কৃতিক কর্মকাণ্ড তিনিই পরিচালনা করতেন। তবে কোনও ধরনের ব্লগ কিংবা ধর্ম নিয়ে লেখালিখি করতেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানান, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে, ওই শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। শনিবার দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

এ সংক্রান্ত আরও খবর: 
সিদ্দিকী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গলাকেটে খুন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি