X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

গাইবান্ধায় সড়কে ধান ঢেলে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ০৬:৪৪আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০৬:৪৯

সরকারি গুদামে সরাসরি কৃষকের ধান ক্রয়ের দাবিতে রবিবার বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামের সামনে কয়েকটি রাস্তায় কষ্টে উৎপাদিত ধান ঢেলে দিয়ে অভিনব উপায়ে বিক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। ফলে প্রায় আধা ঘন্টা এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

রাস্তায় ধান ঢেলে কৃষকদের প্রতিবাদ

বিক্ষোভরত কৃষকরা জানান, বর্তমানে বাজারে প্রতি মণ ধান ৬০০ থেকে ৬৫০ টাকায় বেচাকেনা হচ্ছে। সার, তেল ও কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় এই দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। কিন্তু সরকারি গুদামে কয়েকদিন ধরে ধান কেনা হচ্ছে না। তাই সড়কে ধান ঢেলে দেওয়া হয়। 

পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানান, উপজেলার নয়টি ইউনিয়নে এক হাজার ৯১২ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু এ পর্যন্ত ৫৭৯ মেট্রিক টন ধান ক্রয় করা হয়।

এসব বিষয়ে পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম ও পলাশবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় মুঠোফোনে বলেন, গত ১৩ জুলাই খাদ্য অধিদফতর থেকে উত্তরাঞ্চলের আট জেলায় ধান ক্রয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই ধান কেনা যাচ্ছে না। তিনি আরও বলেন, কৃষকদের চাহিদা ও আন্দোলনের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ নিয়ে আজ সোমবার বিকেলে রংপুরে আট জেলার খাদ্য কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা।  

/এইচকে/

আরও পড়ুন: ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাইরে বাবা-মাকে ছাড়া ঈদ করছি খারাপ লাগছে, সবকিছুই দেশের জন্য’
‘বাইরে বাবা-মাকে ছাড়া ঈদ করছি খারাপ লাগছে, সবকিছুই দেশের জন্য’
ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ইসরায়েলের সতর্কতা
ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ইসরায়েলের সতর্কতা
চামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
রংপুরে কোরবানিচামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ
ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!