X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নকল সরবরাহের দায়ে ৭ শিক্ষককে জরিমানা

নীলফামারী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ২২:০৭আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২২:১৩

নকল সরবরাহের দায়ে ৭ শিক্ষককে জরিমানা নীলফামারীর জলঢাকায় পিএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে সাত শিক্ষকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলার ডিমলায় বিদ্যালয়ের ফলাফল ভালো করতে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে পিএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে ২১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার ওই দুই উপজেলার ২১ শিক্ষার্থী বহিস্কার ও সাত শিক্ষকের জরিমানার ঘটনা ঘটেছে।

জানা যায়, জলঢাকা উপজেলায় ধর্ম বিষয়ের পিএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে উপজেলার বালাগ্রাম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সাত শিক্ষকের জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা আনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ওই শিক্ষকরা হলেন, উপজেলার দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজার রহমান, বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়া বেগম, পূর্ব বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ তানজিনা, পূর্ব বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান, বালাগ্রাম ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়াদুদুর রহমান ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মহসীন আলী মিলন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সালের ১২ ধারায় তাদের ওই দণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান বলেন, শিক্ষকের এমন কর্মকাণ্ডে আমরা লজ্জিত।

এদিকে, সমাপণী পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল ভালো করার উদ্দেশ্যে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের এনে বিদ্যালয়ের পক্ষে পরীক্ষা দেওয়ার অপরাধে ২১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্র্মকর্র্তা রবিউল ইসলাম বলেন, বিদ্যালয়ের ফলাফল ভালো করার উদ্দেশে উপজেলার কয়েকটি বিদ্যালয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ের খাতায় নাম দেখিয়ে ওই পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করায়। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। তিনি বলেন, পরবর্তীতে এসব বিদ্যালয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক