X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বন্যা মোকাবিলায় স্থায়ী পদক্ষেপ নেবে সরকার: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ২০:৩৯আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২০:৪০

বন্যা মোকাবিলায় স্থায়ী পদক্ষেপ নেবে সরকার: ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেছেন, ‘তিস্তা ও ধরলা নদী খনন করে বাঁধ নির্মাণের মাধ্যমে স্থায়ী বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে সরকারি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বন্যা কবলিত এলাকায় সরকারি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। কোথাও ত্রাণের ঘাটতি নেই।’

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত লালমনিরহাট জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘লালমনিরহাটবাসীর জন্য তিস্তা ও ধরলা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খনন ও ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণ করার বিষয়টি তুলে ধরতে হবে। প্রয়োজনে আমি ঢাকায় ফিরেই পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তা বাস্তবায়ন করার ব্যাপারে সুপারিশ করবো যাতে করে স্থায়ীভাবে বন্যা চিরতরে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আশা করি দ্রুত সরকার এ ব্যাপারে কার্যকরি পদক্ষেপ নেবে।’

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট-১(পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী সাংসদ অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান ও প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনুসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া লালমনিরহাট সার্কিট হাউজে সোমবার রাত্রিযাপন করবেন। পরে মঙ্গলবার (১৮ জুলাই) জেলার হাতীবান্ধায় বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা রয়েছে তার।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে