X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে নববধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১১:০০আপডেট : ২০ জুলাই ২০১৭, ১১:০১

লালমনিরহাটে নববধূকে শ্বাসরোধে হত্যা (ছবি: লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাট সদর উপজেলায় প্রেম করে বিয়ের পর ছয় মাস যেতে না যেতেই নিরমা ওরফে লিমা (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় লিমার স্বামী জয়দেব বর্মণকে (২৩) গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খালার বাড়ি থেকে লিমাকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রাস্তায় হত্যা করা হয়।   

লিমার বাবা নিমাই চন্দ্র রায়ের দায়ের করা হত্যা মামলায় জয়দেব বর্মণকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জুলাই) রাতের কোনও এক সময় পারিবারিক কারণে আক্রোশবশত ও পূর্বপরিকল্পিতভাবে লিমার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়।

নিরমা ওরফে লিমা লালমনিরহাট সদর উপজেলার স্টোরপাড়া (শুরকি মিল) এলাকার নিমাই চন্দ্র রায়ের মেয়ে। পুলিশের হাতে গ্রেফতার জয়দেব বর্মণ একই উপজেলার পূর্ব হিরামানিক এলাকার মৃত মনি দেবের ছেলে। ছয় মাস আগে তারা প্রেম করে বিয়ে করেন। পরে উভয়ের পরিবার তাদের বিয়ে মেনেও নেয়।

মামলার বিবরণ, পুলিশ ও লিমার পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে লিমা ও জয়দেবের মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকতো। লিমা শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গত ৭ জুলাই সদর উপজেলার তিস্তায় মামার বাড়িতে চলে যায়। সেখানেও জয়দেব গিয়ে লিমাকে মারধর করে। সেখান থেকে লিমা তার বাবা নিমাই চন্দ্রের বাড়িতে আসে। সেখানেও লিমার সঙে জয়দেবের ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে ১৩ জুলাই লিমা সদর উপজেলার পুটিমারীতে খালা বাসন্তীর বাড়িতে গিয়ে ওঠে। সোমবার (১৭ জুলাই) বাসন্তীর বাড়ি থেকে লিমাকে নিয়ে রাত ৮টার দিকে বাইসাইকেলে করে জয়দেব বর্মণ নিজবাড়ির উদ্দেশে রওনা দেন। তবে পথে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লিমার লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে জয়দেবকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।

বুধবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা ও লালমনিরহাট সদর থানার উপ-পরির্দশক (এসআই) আমিনুল ইসলাম জানান, ‘মঙ্গলবার রাতে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী ৯৭ কিলোমিটার লেখা পোস্টের পাশে চিনিপাড়া এলাকায় পূর্বপরিকল্পিতভাবে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রী লিমাকে হত্যা করে জয়দেব বর্মণ। সে নিজেও সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লিমার মরদেহসহ জয়বেদ বর্মণকে উদ্ধার করে লালমনিরহাট সদর ১০০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নিরমা ওরফে লিমাকে মৃত ঘোষণা করেন এবং জয়দেবকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বুধবার (১৯-জুলাই) লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জয়দেব বর্মণকে হাজির করা হলে স্ত্রী লিমাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে তিনি জবানবন্দি দেন।’

লালমনিরহাট সদর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আজমল হক বলেন, ‘লিমা নামে নববধূর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। জয়দেব বর্মণকে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে জয়দেবের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তার হাতে একটু আঁচড়ের দাগ পাওয়া গেছে।’ 

লালমনিরহাট সদর থানার (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় মৃত লিমার বাবা নিমাই চন্দ্র রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আসামি জয়দেব বর্মণকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।’

/এফএস/  

আরও পড়ুন- হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?