X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

নির্ঘুম রাত কাটালেন ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দারা

লিয়াকত আলী বাদল, রংপুর থেকে
১১ নভেম্বর ২০১৭, ১২:২৫আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৪:৩২

ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার (১০ নভেম্বর) রংপুরের সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে শুক্রবার নির্ঘুম রাত কাটিয়েছেন। রাতে অনেকের পেটে কোনও দানা-পানিও পড়েনি। সকালেও নাস্তা জোটেনি অনেকের। শনিবার (১১ নভেম্বর) সকালে ঘটনাস্থল ঘুরে এসব তথ্য জানা গেছে।

ঘটনাস্থল

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, হাড়ি-পাতিলসহ রান্না করার সরঞ্জাম লুট হয়ে যাওয়ায় রান্না করার উপায় নেই। তবে প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খিচুড়ি দেওয়া হয়েছে।

পুড়ে যাওয়া ধান

হামলার পর ভয়ে অনেকে গ্রাম ছেড়ে চলে গেছেন। পুলিশের আশ্বাসের পর কেউ কেউ বাড়িতে ফিরলেও আবার হামলা হতে পারে এই আশঙ্কায় অনেকে গ্রামে ফেরেনি। শনিবার সকালেও পুড়ে যাওয়া বাড়িঘর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

পুড়ে যাওয়া ঘরবাড়ি

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সদরের উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইউএনও বলেন, ‘তাদের বাড়িঘর নির্মাণ করে দেওয়া হবে।’

ধ্বংস্তূপ থেকে শনিবারও ধোঁয়া বের হতে দেখা গেছে

এদিকে হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের গুলিতে নিহত হামিদুলের লাশ এখনও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ ৬ জনের মধ্যে মাহবুবকে আশঙ্কাজনক অবস্থায় সিসিইউতে রাখা হয়েছে।

আরও পড়ুন:

 রংপুরে হামলার ঘটনায় দু’টি মামলা, আটক ৫৩

হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে চালানো হয় লুটপাট

 

/এএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব
সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব
কৃতীজন সংবর্ধনা দিলো চট্টগ্রাম সমিতি
কৃতীজন সংবর্ধনা দিলো চট্টগ্রাম সমিতি
ডুবে গেছে ভোলার অনেক এলাকা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা
ডুবে গেছে ভোলার অনেক এলাকা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা
আইপিএলে কার হাতে কী পুরস্কার উঠলো!
আইপিএলে কার হাতে কী পুরস্কার উঠলো!
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ