X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল, শুক্রবার আখেরি মোনাজাত

বগুড়া প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৪০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৪০

বগুড়ায় বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল বগুড়ার ধুনটের সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে তাবলিগ জামাতের ৪১তম বিশ্ব ইজতেমা চলছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হযরত মাওলানা ফারুক। টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করতে ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধায়নে প্রতি বছর এই  ইজতেমা অনুষ্ঠিত হয়।

ইজতেমার আয়োজক কমিটির সূরা সদস্য হুমায়ুন কবির জানান, সৌদিআরব, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মরক্কো, ফিলিপাইনসহ ৬/৭ দেশের জামাত ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি জামাত বন্দি হয়ে ইজতেমায় অংশগ্রহণ করেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) বাদ আসর কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মালেকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। বুধবার বাদ মাগরিব ও বৃহস্পতিবার বাদ ফজর কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন সাহেব কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতের বয়ান পেশ করেন। এ সময় লাখো ধর্মপ্রাণ মুসল্লির সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর ধ্বনীতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। বৃহস্পতিবার বাদ জোহর বায়ন করেন বগুড়া মার্কাস মসজিদের মুরব্বি হাফেজ মাওলানা ওজিউল্লাহ। তিনি তার বয়ানে ঈমান ও আমল মজবুত করতে মুসল্লিদের হযরত মোহাম্মদের (সা.) সুন্নত ও আদর্শ নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে দ্বীন ও ইসলামের দাওয়াত দেন তিনি। বাদ আসর বয়ান করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মালেক সাহেব এবং বাদ মাগরিব বয়ান করেন মাওলানা হযরত ফারুক সাহেব। শুক্রবার ফজরের নামাজ আদায়ের পর কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন সাহেব বয়ান করবেন। এরপর সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বৃহত্তম এই বিশ্ব ইজতেমা শেষ হবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইজতেমা প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবী মুসল্লিরা নিয়োজিত রয়েছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?