X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রংপুরে আগুন পোহাতে গিয়ে চার দিনে পাঁচ জনের মৃত্যু, দগ্ধ অর্ধশত

রংপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ১৯:২৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২০:১৮

রংপুরে আগুন পোহাতে গিয়ে চার দিনে পাঁচ জনের মৃত্যু, দগ্ধ অর্ধশত রংপুর অঞ্চলে প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে গত চার দিনে পাঁচ নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মারুফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।’

এছাড়া একই ঘটনায় দগ্ধ হয়ে ৫০ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতরা হলেন- লালমনিরহাট জেলার সদর থানার সাম্মি আখতার (২৭) একই জেলার পাটগ্রামের ফাতেমা বেগম (৩২) ও আলো বেগম (২২) । অপর দুই জন হলেন- রংপুরের কাউনিয়ার গোলাপি বেগম (৩০) এবং নীলফামারীর রেহেনা বেগম (২৫) ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুরে গত কয়েক দিনে শৈত্যপ্রবাহে জনজীবন অচল হয়ে পড়েছে। তাপমাত্রা প্রতিদিনই কমছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। শীতের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে সহায়-সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলো। তারা শীত বস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করতে গিয়েই এই দুর্ঘটনায় পড়েছে। আগুন পোহাতে গিয়ে অসাবধানতায় দগ্ধ হচ্ছেন নারী ও শিশুরা। ফলে শীত নিবারণ করতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে হতদরিদ্র নারী ও শিশুদের। রংপুর মেডিক্যাল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া শিশু

মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দগ্ধদের মধ্যে বেশিরভাগই নারী, তবে কয়েকজন শিশুও রয়েছে। বার্ন ইউনিটে বিছানায় জায়গা না হওয়ায় বারান্দায় রাখা হয়েছে অনেক রোগীকে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন নীলফামারীর কিশোরীগঞ্জের আসমা বেগম। তিনি জানান, শীতের কবল থেকে বাঁচতে ধানের খড় দিয়ে আগুন তাপাতে গিয়ে অসাবধানতায় শাড়ির পেছনে আগুন লেগে যায়। এতে করে তার কোমরের নিচ থেকে পা পর্যন্ত ঝলসে যায়।

একই কথা জানিয়েছেন রংপুরের পানবাজার এলাকার মমতাজ বেগম, লালমনিরহাটের আদিতমারীর মনোয়ারা বেগমসহ অনেকেই ।

দগ্ধ শিশু তাসনিমের (৫) মা জমিলা বেগম জানান, চাদর গায়ে মুড়িয়ে দিয়ে আগুন পোহানোর সময় চাদরের এক কোনায় আগুন লেগে দগ্ধ হয়েছে তার মেয়ে।

এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মারুফুল ইসলাম বলেন, ‘আগুন পোহাতে গিয়ে অসাবধানতায় এতগুলো নারীর দগ্ধ হওয়ার ঘটনা আগে কখনও শুনিনি।’

তিনি আরও বলেন, ‘ওয়ার্ডে মোট বেড সংখ্যা ২৬টি অথচ আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। এ কারণে বাধ্য হয়ে অনেক রোগীকে ফ্লোরে রাখতে হচ্ছে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দগ্ধ রোগীদের বেশিরভাগের শরীরের নিচের অংশে ৩০ থেকে ৫০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের