X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জেলে যাওয়ার পেছনে সরকারের হাত নেই: পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৮

দিনাজপুরে পররাষ্ট্রমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জেলে যাওয়ার পেছনে সরকারের কোনও হাত নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। তিনি বলেছেন, ‘এতিমের টাকা মেরে দেওয়ার জন্য খালেদা জিয়া জেলে আছেন। এটার বিচার করেছে আদালত। কিন্তু বিএনপি সরকারের প্রতি দায় চাপাচ্ছে। এই মামলাও আওয়ামী লীগ সরকার করেনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন এই মামলা দায়ের করেছে।’

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের গর্ভেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আসলে বিএনপি’র নেতাকর্মীরা হুমড়ি খেয়ে তাদের সঙ্গে দেখা করেন। কিন্তু সেখানেও কোনও সাড়া পাচ্ছেন না তারা। খালেদা জিয়া আদালতের রায়ের মাধ্যমে, বিচারের মাধ্যমে জেলে গিয়েছেন। আপিলের সুযোগ আছে, তারা আপিল করবে। কিন্তু তারা সরকারের প্রতি দায় চাপাচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি’র সময়ও অনেক উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে। তবে সেই উন্নয়নের চেয়ে তাদের নিজেদের উন্নয়নই হয়েছে বেশি। ১০ বছরেরও বেশি সময় ক্ষমতায় থেকেও তিনি (খালেদা জিয়া) দেশের জন্য তেমন কিছুই করতে পারেননি। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে ভোট দিন।’

পরে মন্ত্রী একই সড়কের আত্রাই নদী ও কাকড়া নদীর উপর ব্রিজ নির্মাণ কাজেরও উদ্বোধন করেন। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা’র অর্থায়নে গর্ভেশ্বরী, আত্রাই ও কাকড়া এই তিনটি নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তিনটি ব্রিজের ব্যয় ধরা হয়েছে ১৩৬ কোটি টাকা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা