X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘মানুষ আর হামাক বোকা বানেবার পাইবে না’

তৈয়ব আলী সরকার, নীলফামারী
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১১

লেখা শেখানো হচ্ছে ‘হামরা পড়িবার পাইছোনো (পারি না) না দেখি, মানুষজন যেঠে-সেঠে (যেখানে-সেখানে) হামার টিপসই নিয়া বোকা বানাইছিল। এলা হামরা এখন পড়িবার পাই। মানুষ আর হামাক বোকা বানেবার পাইবে না।’ নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজরা খাতুন বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন। তিনি নিরক্ষর ছিলেন। তাকে লেখতে-পড়তে শিখিয়েছে সেতুবন্ধন পাঠশালা।

এলাকার নিরক্ষর বয়স্কদের জন্য পাঠশালাটি খুলেছে  সৈয়দপুরের উপজেলার সেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন। খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেল পুকুর গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির উঠানে চলে এই পাঠদান। সেখানে ব্যানারে লেখা রয়েছে—শিক্ষা নেবো শিক্ষিত হবো, নিরক্ষর মুক্ত দেশ গড়বো।

পাঠদান চলছে প্রতি শুক্রবার ওই এলাকায় অক্ষরজ্ঞানহীন বয়স্করা সেতুবন্ধনের আয়োজনে একত্রিত হয়। উদ্দেশ্য—নিজের নাম ঠিকানা (প্রাথমিক শিক্ষা) ও স্বাক্ষর জ্ঞান অর্জন করা।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার আসিদা বেগম, রেজিয়া খাতুন ও শাহের বানুও একেবারে লেখতে-পড়তে পারতেন না। এখন তারাও লেখতে-পড়তে পারেন। আগে টিপসই দিতেন এখন কাগজ-কলমে স্বাক্ষর দিতে শিখেছেন।

পাঠদান চলছে ওই কেন্দ্রের শিক্ষার্থী মোহাম্মদ হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগোত হামরা দোকানত বাকি খাছিনো। দোকানদার দাম কছিলো একখান আর খাতাত লেখিছিলো আরেকখান। হামাক সহজে ঠকেবার পাছিলো। এলা হামরা লেখিবার পাই। এখন হামাক আর কাহো (কেউ) ঠকেবার পাবে না।’

পাঠদান চলছে সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিরক্ষর মুক্ত গ্রাম গড়ার প্রত্যাশায় আমাদের এ পাঠশালা। গ্রামের নিরক্ষর মানুষের মাঝে শিক্ষার আলো ও সচেতনতা সৃষ্টির লক্ষে আমাদের এই পাঠদান ধারাবাহিকতা বজায় থাকবে।’

তিনি আরও বলেন, ‘পাখি ও প্রকৃতি সুরক্ষায় কাজ করার পাশাপাশি আমরা আরও কিছু সামাজিক ও শিক্ষামূলক কাজে অবদান রাখতে চাই। এরই ধারাবাহিকতায় গড়ে উঠেছে সেতুবন্ধন পাঠশালা। সামনে সেতুবন্ধন পাঠাগার নির্মাণের পরিকল্পনা চলছে।’

লেখা শেখানো হচ্ছে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, ‘সেতুবন্ধনের কার্যকলাপ গোটা উপজেলায় বেশ প্রশংসনীয়। উপজেলা প্রশাসন সংগঠনটির সেবামূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করে আসছে।’ 

 



/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ