X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় কাঠ বোঝাই ট্রাক উল্টে খাদে, নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ২৩:০৬আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২৩:০৯

গাইবান্ধায় কাঠ বোঝাই ট্রাক উল্টে খাদে গাইবান্ধার সদর উপজেলার গোপালপুর গ্রামে একটি কাঠ বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে মমিন মিয়া (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও পাঁচ শ্রমিক  আহত হয়েছেন। রবিবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর গ্রামের মিজানুর মেম্বারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়া জানান, অতিরিক্ত কাঠ বোঝাই করার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত শ্রমিক মমিন মিয়া গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগাপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

আহতদের মধ্যে রফিকুল ইসলাম, আম্বু মিয়া, কায়েম মিয়া ও শাকিল মিয়াকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত একজনের নাম জানা যায়নি। আহত শ্রমিকদের বাড়ি গাইবান্ধার তুলসীঘাট ও সাদুল্যাপুরের ধাপেরহাটের হিংগাপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ জানান, বিকাল থেকে গোপালপুর এলাকায় একটি ট্রাকে কাঠ বোঝাই করে শ্রমিকরা। পরে রাত ৮টার দিকে কাঠ বোঝাই ট্রাকটি পলাশবাড়ীর উদ্দেশে রওনা দেয়। এসময় ট্রাকের কাঠের ওপর ছয় জন শ্রমিক ছিলেন। ট্রাকটি গোপালপুর গ্রামের মিজানুর মেম্বারের বাড়ির সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি সড়কের পাশে একটি শুকনা পুকুরে পড়ে যায়। এতে কাঠের নিচে চাপা পড়ে মমিন মিয়া নিহত ও আরও পাঁচ জন আহত হন। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘একজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহতদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদে পড়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস