X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বীরগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ১

দিনাজপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৮, ২২:২৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২২:৫৩

দিনাজপুর দিনাজপুরের বীরগঞ্জে আট বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কমল রায় কাইচালু (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই অভিযান চালিয়ে আসামি কাইচালুকে গ্রেফতার করে পুলিশ। মরিচা ইউনিয়নের লাট ডাবরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আইতু রায়ের ছেলে।
ওই স্কুলছাত্রীর মা জানান, চার দিন আগে তার স্বামী কাজের জন্য কুমিল্লা শহরে গেলে মেয়েকে নিয়ে একাই বাড়িতে থাকছেন তিনি। সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি কাজের জন্য মাঠে যান। এ সময় তার মেয়ে বাড়ির পাশে প্রাইভেট পড়তে বেরিয়ে যায়। প্রাইভেট পড়া শেষে সে বাড়িতে ফিরে আসে। ওই সময় সে বাড়িতে একাই ছিল। সাড়ে ১১টার দিকে প্রতিবেশী কমল রায় কাইচালু তাদের বাড়িতে এসে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আসামি কাইচালু পালিয়ে যায়।
মামলার বাদী বলেন, প্রতিবেশীরা মেয়ের কাছে ঘটনা শুনে আমাকে খবর দেয়। পরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেই।
মামলার তদন্তকারী কর্মকর্তা বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ পাওয়ামাত্রই অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছে।’
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছি। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র