X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু: আহত ৭

পঞ্চগড় প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ১৬:৪৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৭:১৩

পঞ্চগড় পঞ্চগড় জেলার সদর উপজেলার গরিণাবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধে হালিম উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গরিণাবাড়ি ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হালিম উদ্দিন ওই এলাকার বছির উদ্দিনের ছেলে। পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গরিণাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য গাড়িয়ানপাড়া গ্রামের মনসুর আলীর সঙ্গে প্রধানপাড়া গ্রামের হালিম উদ্দিনের ২২ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমির একটি অংশে হালিম উদ্দিন মরিচ চাষ করেছিল। দুপুরে হালিম উদ্দিন ওই ক্ষেত থেকে মরিচ তুলছিল। এ সময় মনসুর আলী ও তার ছেলে সফিয়ার রহমানসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি দল হালিম উদ্দিনকে বেদম মারধর করতে থাকে। এ সময় হালিম উদ্দিনের পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। সন্ত্রাসীদের মারপিটে হালিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়।

হালিম উদ্দিনের স্ত্রী আলেমা খাতুন (৫৫), ছেলে হাইবুল (৩২), আব্দুস সামাদ (৪০), সফিজান (৬০), সালেমা (৬০), মহিরউদ্দিন (৬৫) ও মল্লিকা (৩০) আহত হন। হালিম উদ্দিন নিহত হওয়ার পর মনসুর ও সফিয়ারসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা পালিয়ে যায়।

দুপুরে পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থল থেকে হালিম উদ্দিনের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তি নিহত হয়েছে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?