X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সরকার আকাশ-সমুদ্র জয় করেছে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি: এরশাদ

রংপুর প্রতিনিধি
১৩ মে ২০১৮, ১৬:৪২আপডেট : ১৩ মে ২০১৮, ১৮:১৩

সংবাদকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে আকাশ ও সমুদ্র জয় করেছে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি।’ তিনি রবিবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ যেকোনও মূল্যে জয়ী হতে চায়। গাজীপুরেরও একই অবস্থা। সেখানে নাকি বিএনপি নেতাকর্মীদের বের হতেই দেওয়া হচ্ছে না। দুটি সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হবে বলে আশা করছি। আগামী সংসদ নির্বাচনে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো দল। তাই আমরা আওয়ামী লীগকে সহযোগিতা করবো।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ পরাজিত হয় তাহলে কি হতে পারে আমি তা বলতে চাই না। সেই নির্বাচনে জয় পরাজয় নির্ভর করবে জনগণের ওপর। আর এটাই হওয়া উচিত। কিন্তু তা হবে কিনা সন্দেহ?

তিনি আবারও বলেন, ‘যদি আওয়ামী লীগ পরাজিত হয়, তাহলে তাদের যে কি অবস্থা হবে তা আল্লাহতায়ালাই জানেন। তাদের নির্বাচনে জয়ী হতে হবে আমাকে সঙ্গে নিয়ে। আর যেভাবেই হোক, জয়ী তাদের হতেই হবে। আমারও মনে হয় বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো ’

তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তারা যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে এক দলের অংশগ্রহণে তো আর নির্বাচন হবে না। তাই আমি যদি নির্বাচন করি তাহলে এই নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে।’

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি মোটর শোভাযাত্রা সহকারে রংপুর সার্কিট হাউসে যান। সেখানে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় মহানগর জাপা সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী