X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হিলি চেকপোস্টে যাত্রীদের থেকে পূজার চাঁদা আদায়ের অভিযোগ

হিলি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৫

হিলি স্থলবন্দর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত করা যাত্রীদের কাছ থেকে ভারতের ভেতরে জোরপূর্বক শারদীয় দুর্গোৎসবের জন্য চাঁদা আদায় করা হচ্ছে। পাসপোর্টের মাধ্যমে চিকিৎসাসহ নানা কাজে যাতায়াত করা এসব যাত্রীদের একপ্রকার বাধ্যকরেই টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে, বাংলাদেশ পুলিশ বলছে, ওপারের ঘটনার বিষয়ে তাদের কিছু করার নেই।

সরেজমিন গিয়ে জানা যায়, গত ১ সেপ্টেম্বর থেকে ভারত থেকে বাংলাদেশে আসা এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়া প্রতি যাত্রীর কাছ থেকে ভারতের ভেতরে কোনও একটি ক্লাবের নামে একশ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। তবে কেউ কেউ চাঁদা না নেওয়ার কথাও জানিয়েছেন।

সম্প্রতি চেকপোস্ট এলাকায় ভারত থেকে বাংলাদেশে আসা নজরুল ইসলাম নামে একজন জানান, তিনি তার দুলাভাই ও ভাগ্নাকে নিয়ে ভারতে বেড়াতে যান। সীমান্তে বিজিবি, বিএসএফ পোস্টে পাসপোর্ট এন্টি শেষ করে ভারতের কাস্টমস ও ইমিগ্রেশনে পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে বেরিয়ে যাওয়ার সময় প্রতিটি পাসপোর্টের বিপরীতে পূজার চাঁদা বাবদ একশ টাকা করে দিতে হয়েছে তাদের। শুধু তাদের না, প্রত্যেক পাসপোর্ট যাত্রীদের কাছ থেকেই একই হারে টাকা নেওয়া হচ্ছে। এমনকি টাকা না দিলে কোনও কোনও যাত্রীকে গালি-গালাজ পর্যন্ত করা হচ্ছে। একপ্রকার বাধ্যকরেই টাকা আদায় করা হচ্ছে। মূলত যেসব দালালরা ভারতে পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে তাদের মাধ্যমেই এই টাকা উঠানো হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। নজরুল ইসলামের মতো আরও কয়েকজন একই ধরণের অভিযোগ করেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, এ ধরণের কোনও অভিযোগ এখনও পর্যন্ত কোনও পাসপোর্ট যাত্রী আমাকে করেনি। এ ছাড়াও সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরের বিষয়টি আমাদের দেখার মধ্যে পড়ে না বা সুযোগও নেই।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ