X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার মতো এত উন্নয়ন কেউ করেনি: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ২২:০৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২২:১৭

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি– প্রতিনিধি)

দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কেউ কখনও এত উন্নয়নমূলক কাজ করেনি বলে দাবি করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। জীবনে অনেক সরকার দেখলাম, কিন্ত ওনার মতো উন্নয়ন কেউ করেনি।’

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারী জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অবসরে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সময়ে দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ শুরু করেন। এরই ধারাবাহিকতায় তার কন্যা জননেত্রী শেখ হাসিনা একযোগে বাকি সব  বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন।’

তিনি আরও বলেন, ‘মানসিক প্রশান্তি আর অর্থনৈতিক স্বচ্ছলতা না থাকলে শিক্ষা প্রদানে শিক্ষকদের অনীহা তৈরী হয়। এটা ভেবেই সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করেন তিনি।’

মন্ত্রী বলেন, ‘নীলফামারী থেকে মঙ্গা দূর করেছেন দেশনেত্রী শেখ হাসিনা। উত্তরা ইপিজেড হয়েছে, শিল্পায়ন ও কৃষিখাতে আমূল পরিবর্তন এসেছে। সারাদেশে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। এটাই শেখ হাসিনার উন্নয়নের সরকার।’

তিনি বলেন, ‘বিএনপির আমলে উত্তরা ইপিজেড বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। আজ এই সরকারের সময়ে সেখানে ৩২ হাজার শ্রমিক কাজ করছেন। আগামীতে সেখানে উত্তরাঞ্চলের ৫০ হাজার শ্রমিক কাজ করবে। মঙ্গা শব্দটি চিরতরে মুছে ফেলতে এই সরকারের বিকল্প নেই।’

সহকারী শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলার ৮৩ জন অবসরে যাওয়া শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় নারী শিক্ষকদের মাঝে শাড়ি, জায়নামাজ ও সনাতন ধর্মালম্বীদের একটি করে শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ফিশারিজ সেন্টারের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে ফিশারিজ সেন্টারের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
আইএমএফ-এর শর্তে ব্যাংক একীভূত হচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় উপনেতার
আইএমএফ-এর শর্তে ব্যাংক একীভূত হচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় উপনেতার
নারী বিশ্বকাপে বাংলাদেশের দর্শকদের কাছে আইসিসির প্রত্যাশা
নারী বিশ্বকাপে বাংলাদেশের দর্শকদের কাছে আইসিসির প্রত্যাশা
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের