X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সব ধরনের সেবা এখন হাতের নাগালে: জাকির হোসেন

দিনাজপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১২

বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন (ছবি– প্রতিনিধি)

দেশের সব ধরনের সেবা এখন হাতের নাগালে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেছেন, ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। দেশের সুনাগরিক হয়ে মানুষের সেবা করতে হবে। এজন্য সবার ভেতরে দেশাত্মবোধ জরুরি।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

মো. জাকির হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পরই বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করেছেন। দেশের সব ধরনের সেবা এখন হাতের নাগালে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ইতোমধ্যে এদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আগামীতে এদেশ উন্নত দেশের কাতারে যাবে।’

তিনি বলেন, ‘দেশ ডিজিটাল হওয়ায় সব ধরনের সুযোগসুবিধা পাচ্ছে জনগণ। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি পাঠানোয় অভিভাকদের সময়ের অপচয় কমেছে।’

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) গিয়াস উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব নেছার আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াহাব, শিওর ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদত খান, রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মজিবর রহমান প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা