X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রৌমারীতে বিজ্ঞান মেলা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ২০:০০আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২০:০২

বিজ্ঞান মেলা (ছবি– প্রতিনিধি)

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চলখ্যাত কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। উপজেলার যাদুচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজিত এ মেলায় ওই বিদ্যালয়ের ক্ষুদে শিকক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে এ মেলার উদ্বোধন করেন যাদুচর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল ইসলাম বাবলু। এসময় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, পরিচালনা পর্ষদের সদস্য সাইদুর রহমানসহ অন্য শিক্ষকেরা ছিলেন।

দিনব্যাপী এ মেলায় ৬ স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি দর্শকদের সামনে তুলে ধরে। স্টলগুলোতে সাজিয়ে রাখা হয় ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবিত বাতাসচালিত গাড়ি, পেরিস্কপ, সৌরবিদ্যুৎ, হাইড্রোলিক প্রেস, পলিথিনের বর্জ থেকে তেল, গ্যাস উৎপাদন, ব্যাটারিচালিত সেচ পাম্প, কম্পনের মাধ্যমে টেলিফোন আবিষ্কারসহ আরও নানা কিছু।

শিশু সন্তাকে সাথে নিয়ে মেলায় ঘুরতে আসা সোলায়মান কবীর নামে এক দর্শনার্থী বলেন, ‘ক্ষুদে বিজ্ঞানীদের প্রযুক্তির জ্ঞানের এমন প্রয়োগ দেখে খুব ভালো লেগেছে। এদের দ্বারাই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি।’

মনিরুজ্জামান নামে অপর একজন দর্শনার্থী বলেন, ‘সারা দেশে এভাবে বিজ্ঞান মেলার আয়োজন করা উচিত। এতে ছোট ছোট বাচ্চারা জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞান মনস্ক হয়ে বেড়ে উঠবে।’

মেলার আয়োজক কমিটি ও যাদুরচর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল ইসলাম বাবলু বলেন, ‘বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। বিজ্ঞান চর্চা ও বাস্তব জ্ঞান অর্জনের মাধ্যমে আজকের শিশুরাই আগামীর সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবে।’

আগামীতে নিয়মিত এ ধরনের মেলার আয়োজন করা হবে বলেও জানান আয়োজকেরা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা