X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

কারাগারে আইনজীবীর মৃত্যু: হত্যা মামলা করবে পরিবার

পঞ্চগড় প্রতিনিধি
০৮ মে ২০১৯, ২৩:১৭আপডেট : ০৮ মে ২০১৯, ২৩:১৯

পঞ্চগড় জেলা কারাগার (ছবি– প্রতিনিধি)

পঞ্চগড়ে কারা হেফাজতে থাকা অবস্থায় আইনজীবী পলাশ কুমার রায়ের অগ্নিদগ্ধ হওয়া এবং পরে হাসপাতালে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

এ ব্যাপারে পলাশ কুমার রায়ের বড় ভাই বিপ্লব কুমার রায়, মেজ ভাই প্রদীপ কুমার রায়, ছোট ভাই অমিয় কুমার রায় ও বোন কবরী রানী রায় জানান, আগামী ১৩ এপ্রিল পলাশ কুমার রায়ের শেষকৃত্য অনুষ্ঠান। এ অনুষ্ঠান শেষে তারা একটি হত্যা মামলা দায়ের করবেন।

মঙ্গলবার আইনজীবী সৈয়দ সাইয়েদুল হক সুমনের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার আইনজীবী পলাশ কুমার রায়ের মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে নিহতের ভাই-বোন জানান, হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে এবং তারা সুষ্ঠু বিচার পাবেন বলে আশা করছেন।

পলাশ কুমার রায়ের চাচাত ভাই অ্যাডভোকেট রাজেশ কুমার রায় বলেন, ‘কারা হেফাজতে আমার ভাইয়ের আগুনে দগ্ধ হওয়ার বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এরপর ঘটনা সম্পর্কে পরিবারকে না জানানোর বিষয়টিও রহস্যজনক। আমরা বিচার বিভাগীয় তদন্তের দিকে তাকিয়ে আছি। আশা করছি, সেই তদন্তেই সবকিছু বের হয়ে আসবে এবং আমরা ন্যায়বিচার পাবো।’

নিহতের মা সাবেক ভাইস-চেয়ারম্যান মীরা রাণী অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে আমার ছেলেকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাকে হত্যার ঘটনায় কোহিনুর কেমিক্যাল কোম্পানি জড়িত। দীর্ঘদিন ধরে তারা ষড়যন্ত্র করে আসছে। কোহিনুর কেমিক্যাল কোম্পানির হয়রানি আর নির্যাতনে আমার স্বামী মারা গেছেন। আমার গোটা পরিবার হয়রানি ও নির্যাতনের শিকার। তারা আমার ছেলেকে বাঁচতে দিলো না।’

তার আরও অভিযোগ, ‘এই নির্যাতন আর হয়রানি থেকে বাঁচার জন্য গত ২৫ মার্চ আমার পরিবার পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করতে গিয়েছিল। আমাদের উদ্দেশ ছিল– মানববন্ধন দেখে যেন প্রধানমন্ত্রী এ বিষয়ে একটা ব্যবস্থা নেন। গত ২৬ মার্চ পুলিশ তাকে (পলাশ কুমার রায়) আটক করে কারাগারে পাঠায়। ওই দিনই কারা হেফাজতে থাকা অবস্থায় আগুনে দগ্ধ হয় আমার ছেলে, যা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।’

এ ব্যাপারে পঞ্চগড় জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান বলেন, ‘গত ২৬ মার্চ থেকে একটি মানহানির মামলায় পলাশ জেলে ছিলেন। সিরোসিস অর্থাইটিস রোগে ঠিকমতো হাঁটাচলা করতে না পারায় তাকে কারা হাসপাতালে রাখা হয়েছিল। কারাবিধি অনুযায়ী তাকে সব সুযোগ-সুবিধা দেওয়া ও তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার পরিবার থেকে এখন যেসব অভিযোগ করা হচ্ছে, সেসবের কোনও ভিত্তি নেই, সত্যতা নেই। বিচার বিভাগীয় তদন্তেও এসব অসত্য বলে প্রমাণিত হবে।’

এদিকে, পলাশ কুমার রায়ের মৃত্যুতে তিনটি তদন্ত কমিটি গঠনের তথ্য পাওয়া গেছে। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদনও জমা দিয়েছে।

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান ও জেল সুপারিন্টেন্ডেন্ট এহতেশাম রেজা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন, কারা হাসপাতারের অন্যদের বক্তব্য নেওয়াসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তৈরি প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সেই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে বলেও জেনেছি।’ তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে কিছু বলতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাস্থলে আমরা কোনও দাহ্য পদার্থের অস্তিত্ব পাইনি।’

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর উপ-কারা মহাপরিদর্শকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি কাজ শেষ করেছে। আর রাজশাহী বিভাগীয় উপ-কারা মহাপরিদর্শকের নেতৃত্বে গঠিত কমিটি এখনও তদন্ত করছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৬ মে, ২০২৪)
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা