X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পানির চাপে সড়ক ভেঙে রৌমারী শহর প্লাবিত

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ১২:২৪আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১২:৩৮

পানির চাপে সড়ক ভেঙে রৌমারী শহর প্লাবিত ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানির তোড়ে রৌমারী উপজেলা শহর রক্ষা বাঁধ হিসেবে পরিচিত বাঘমাড়া-বন্দবেড় সড়কের জলিলের কুরা নামক স্থানে প্রায় ৩০ মিটার ভেঙে উপজেলা শহরে পানি প্রবেশ করছে। এ অবস্থায় পুরো উপজেলা শহর প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে পানির চাপে পাকা সড়কটি ভেঙে যায়। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায় এসব তথ্য জানিয়েছেন।

ইউএনও ও স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদসহ স্থানীয় নদীরগুলোয় অব্যাহতভাবে পানি বাড়ায় বন্দবেড়  ইউনিয়নের  বাঘমাড়া-বন্দবেড় সড়কের জলিলের কুরা নামক স্থানে প্রায় ৩০ মিটার পাকা সড়ক ভেঙে গেছে। ফলে উপজেলা সদর দফতরসহ সক সরকারি অফিসে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে।

কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ধরলা ও ব্রহ্মপুত্র এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্লাবিত এলাকা পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে,  বুধবার (১৭ জুলাই) সকাল ৬ পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে  ৭ সেন্টমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং চিলমারী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ১ সেন্টিমিটার হ্রাস পেলেও  এখনও বিপদসীমার ১১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘জেলার বন্যা পরিস্থিতির অবনতি হলেও বুধবার বিকাল নাগাদ নদ-নদীর পানি কিছুটা স্থির হয়ে আগামীকাল বৃহস্পতিবার পানি হ্রাস পেতে শুরু করতে পারে। উজানে ও বাংলাদেশে বৃষ্টিপাত বন্ধ থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড