X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘শিগগিরই পাইপ লাইনে গ্যাস পাবেন দিনাজপুরবাসী’

দিনাজপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৯:১৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৯:৩৯





দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে বক্তব্য দেন ইকবালুর রহিম দিনাজপুরে শিগগিরই পাইপ লাইনে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, ‘দিনাজপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা ছিল গ্যাস লাইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই এর অনুমোদন দিয়েছেন। নীলফামারীর সৈয়দপুর হয়ে দিনাজপুরে ১০ মাইল অর্থনৈতিক অঞ্চল এলাকা জুড়ে শহরে প্রবেশ করবে এ লাইন।’

শনিবার (২০ জুলাই) দুপুরে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৯’ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। জেলা শিক্ষা অফিস অনুষ্ঠানের আয়োজন করে।
এই সংসদ সদস্য বলেন, ‘গ্যাস লাইনের বিস্তৃতি থাকবে ঐতিহ্যবাহী রামসাগর জাতীয় উদ্যান পর্যন্ত। এতে করে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটবে। উন্নয়ন ঘটবে এই জেলার মানুষের জীবনমানের।’
ইকবালুর রহিম বলেন, ‘শিক্ষিত সমাজ ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় গ্যাস, বিদ্যুৎসহ সব সমস্যা সমাধান করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়ার নগরিতে পরিণত হয়েছে দিনাজপুর। জেলা শহরের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আড়াইশ’ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে, অচিরেই এটি বাস্তবায়িত হবে। এছাড়াও ঐতিহাসিক রামসাগরকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীত করতে সাড়ে আটশ কোটি টাকার টেন্ডার করেছে বর্তমান সরকার।’
জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন প্রমুখ। উপস্থাপনা করেন শিক্ষক সাবিনা আখতার।
এর আগে হুইপ ইকবালুর রহিম দিনাজপুর শহরে গ্রিন এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারের উদ্বোধন করেন। এ সময়  র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি ক্যাম্প-১ এর অধিনায়ক সিদ্দিক আহমদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি রায়হান কবীর সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী