X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ১১:১৮আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১১:১৮

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বত্নাই বগুলবাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল আলীকে সাময়িক বরখাস্ত করেছে গভর্নিং বডির সভাপতি। গত ২৪ আগস্ট প্রতিষ্ঠানটির ৫৮নং সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওই প্রতিষ্ঠানের গভার্নিং বডির সভাপতি মোহাম্মদ আলীর স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার সকালে বত্নাই বগুলবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীসহ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করছেন।

অন্যদিকে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আব্দুল আলী। তিনি বলেন, ‘নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেওয়ার চেষ্টায় বাধা দেওয়ায় উদ্দেশ্যমূলকভাবে আমাকে বরখাস্ত করা হয়েছে।’

বত্নাই বগুলবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, ‘বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে তিন সদস্য বিশিষ্ট নিরীক্ষা কমিটি গঠন করে অভিযোগের তদন্ত করা হয়। তদন্তে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে অনিয়মসহ অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।’

প্রতিষ্ঠানের সভাপতি বালিয়াডাঙ্গীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাম্মদ আলী বলেন, ‘প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সাময়িক বরখাস্তের পত্র দিনাজপুর বোর্ড, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকালে রত্নাই বগুলবাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের একটি পত্র পেয়েছি। তবে কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে পত্রটি পড়ে এবং গভর্নিং বডির সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারবো।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে গেলেন এডেরসন 
ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে গেলেন এডেরসন 
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
বিদায় বেলায় আপ্লুত ক্লপ বলেছেন, ‘আজ রাতে আমিও কাঁদবো’ 
বিদায় বেলায় আপ্লুত ক্লপ বলেছেন, ‘আজ রাতে আমিও কাঁদবো’ 
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু