X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নারী হত্যার অভিযোগে বাবা-ছেলে আটক

দিনাজপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৫৭

দিনাজপুর দিনাজপুরের বিরলে ছুরিকাঘাতে সাবিনা বেগম (২২) নামে এক নারীকে হত্যার অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার শহরগ্রাম ইউপির রতনৌর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি)এটিএম গোলাম রসুল।

আটককৃতরা হলেন উপজেলার মঙ্গলপুর ইউপির মোস্তফাবাদ (পাঠানপাড়া) গ্রামের রাজা মিঞা (৫৫) ও তার ছেলে বদির ওরফে বদি (২৭)।

ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সাবিনার বাবা শফিকুল বাদী হয়ে বিরল থানায় ওই দুই জনকে আসামি করে ৩০২ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেন। এর আগে ছুরিকাঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে সাবিনা মারা যান। ঘটনার পর থেকেই ওই দুই জন সপরিবারে পলাতক ছিল।

উল্লেখ্য, বিরলের মোস্তফাবাদ (খাদ্য গুদাম) গ্রামে বিধবা নারী সাবিনাকে ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় মোবাইলে গ্রামীণ ব্যাংক মঙ্গলপুর শাখা কার্যালয় চত্বরে ডেকে নেয় বদি। পরে তাকে ইট দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় আশপাশের লোকজন আসার শব্দ পেয়ে সাবিনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বদি।পরে স্থানীয়রা সাবিনাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিন শুক্রবার তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে সাবিনা মারা যান।

সাবিনার পরিবারের অভিযোগ, বদি দীর্ঘদিন সাবিনাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!