X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

হত্যাকাণ্ডের ২৩ দিন পর প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

হিলি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ১০:১৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১০:৩২

সনি হত্যা মামলায় গ্রেফতার চার আসামি

হিলিতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে নিহত মেহেদী হাসান সনি হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনসহ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানার বিসমিল্লাহ কাচাবাজারের পেছনের বস্তি থেকে র‌্যাবের সহযোগীতায় তাদের গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ২৩ দিন পর এই ৪ আসামিকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। এনিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত  এজাহারভুক্ত সব আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো, হিলির বোয়ালদাড় গ্রামের আনওয়ারুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই গ্রামের মৃত আনওয়ারুল ইসলামের স্ত্রী ও তার মা দেলোয়ারা বেগম (৪৮) একই এলাকার নওপাড়া গ্রামের রইস উদ্দিনের ছেলে হারুন উর রশিদ (৩৫) ও তার স্ত্রী রিনা বেগম (২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা হাকিমপুর থানার এসআই লতিফুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, মোবাইল ট্রাকিং, গোয়েন্দা তথ্য ও সম্প্রতি আটক হওয়া মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারি সে সনি হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ারসহ চার জন ঢাকায় অবস্থান করছে। সেই অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার উত্তরার বিসমিল্লাহ কাঁচা বাজারের পেছনের বস্তি এলাকায় র‌্যাবের সহযোগীতায় অভিযান চালানো হয়। এসময় ওই বস্তি থেকে সনি হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনসহ চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর আগে মঙ্গলবার সকালে রংপুর থেকে অপর আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এনিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এজাহারভুক্ত সব আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হিলির বোয়ালদাড় গ্রামে চাকরির জন্য মিজানুর রহমানকে দেওয়া আড়াই লাখ টাকা ফেরত চায় একই গ্রামের মেহেদি হাসান সনি। এসময় মিজানুরের সঙ্গে থাকা তার ভাগনা দেলোয়ার হোসেনের ছুরিকাঘাতে মেহেদি হাসান সনি নিহত হন। এর পর থেকে তারা সবাই পলাতক ছিল।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমিক বইয়ের ভবিষ্যদ্বাণী, জাপানে আতঙ্কিত পর্যটকরা
কমিক বইয়ের ভবিষ্যদ্বাণী, জাপানে আতঙ্কিত পর্যটকরা
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
বিএনপি মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’