X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কোনও প্রতিরোধ ব্যবস্থা নেই রংপুরের মার্কেটে

রংপুর প্রতিনিধি
২৪ মে ২০২০, ১৫:২৪আপডেট : ২৪ মে ২০২০, ১৫:২৪

রংপুরের ঈদ মার্কেট করোনা সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও রংপুরের শপিং মল ও মার্কেটগুলোয় স্বাস্থ্যবিধি না মেনেই চলেছে কেনাকাটা। প্রতিটি দোকানে গা ঘেঁষে দাঁড়িয়ে পণ্য কেনার প্রতিযোগিতায় নেমেছে লোকজন। এছাড়াও লকডাউন ভেঙে চলাচল করছে রিকশা, অটোবাইকসহ সব ধরনে ছোট যানবাহন। নগরীর সব শপিং মল ও মার্কেট বন্ধ রাখার জন্য রংপুর চেম্বার অব কর্মাস ব্যবসায়ী সংগঠনের নেতাদের আহ্বান জানালেও সবাই ব্যবসা অব্যাহত রেখেছেন। প্রশাসনও নির্বিকার অবস্থায় বলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বড় বড় শপিং মলগুলো খোলা হলেও একমাত্র জেলা পরিষদ সুপার মার্কেটের প্রবেশ পথে ডেটল মিশ্রিত পানি দিয়ে স্প্রে করা হচ্ছে। এছাড়া আরও কোনও ব্যবস্থাই রাখেনি কোনও মার্কেট কর্তৃপক্ষ। নেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। দোকানগুলোয় সামাজিক দূরত্ব না মেনেই চলছে বেচাকেনা। যদিও দোকান মালিক সমিতিরসহ সভাপতি সুলতান আলম বুলবুলের দাবি, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মার্কেটে মানুষের ভিড় নগরীতে লকডাউন উপেক্ষা করে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। ফলে নগরীতে যানজটের সৃষ্টি হয়ে।

রংপুর জেলা সিভিল সার্জেন ডা. হিরম্ব কুমার জানিয়েছেন, রংপুর নগরী মার্কেট আর শপিং মলগুলোতে যেভাবে সামাজিক দূরত্ব না মানার প্রতিযোগিতা চলছে তাতে করে ঈদের পর করোনা সংক্রমনের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাবে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আমিন আহাম্মেদ জানিয়েছেন, সামাজিক দূরত্ব ও লকডাউন মেনে না চললে রংপুরে ভয়াবহ আকারে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ফকরুল আনাম জানান, নগরীর মানুষকে বাঁচাতে সব ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রাখা এবং যান চলাচলে কড়াকড়ি আরোপ করতে  জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি।

মার্কেটে মানুষের ভিড়

একই অভিযোগ করেন জনতার রংপুরের আহ্বায়ক অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমানের। তিনি বলেন, ‘আগে জীবন তারপর ব্যবসা। কিছু ব্যবসায়ীর ভাব এমন যে মরে মরুক তাদের ঈদের আগে মার্কেট খোলা রাখতে হবে। জেলা প্রশাসন রংপুর সিটি মেয়রের সঙ্গেও বৈঠক করেছি কিন্তু ফলাফল শূন্য।’

এ ব্যাপারে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে বেশ কয়েকবার ফোন করার হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
হলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের