X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৫ ঘণ্টা পর দিনাজপুর থেকে সব রুটে যান চলাচল শুরু

দিনাজপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ১৫:৩০আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৫:৪০

প্রশাসনের ন্যায় বিচারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৫ ঘণ্টা পর দিনাজপুর থেকে সকল রুটে পুনরায় যানচলাচল শুরু হয়েছে।
আজ শনিবার দুপুর ২ টা থেকে এই যানচলাচল শুরু হয়। এর আগে পুলিশ কর্তৃক বাসচালককে মারধর করার অভিযোগ এনে এর প্রতিবাদে সকাল ৯ টা থেকে সকল রুটে যানচলাচল বন্ধ করে দিয়েছিল শ্রমিকরা। এ সময় তারা রাস্তায় বিক্ষোভ কর্মসূচিও পালন করে।

দিনাজপুরের কয়েকজন বাস শ্রমিক জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় নুসরাত পরিবহনের একটি বাস রিজার্ভ যাত্রী নিয়ে ভিন্ন জগতের যাওয়ার পথে চাম্পাতলী এলাকায় পেছনে থাকা পুলিশের পিকআপ ভ্যানকে সাইড দিতে খানিকটা দেরি করে। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ লাঠি দিয়ে নুসরাত পরিবহনের চালক হযরত আলীকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে ওই চালক গুরুতর আহত হন। তার আহত হওয়ার খবরটি টার্মিনালসহ বাস শ্রমিক সংগঠনগুলোর মাঝে ছড়িয়ে পড়ায় শ্রমিকরা প্রতিবাদ শুরু করে এবং টার্মিনাল এলাকায় মহাসড়কের ওপর এলোপাতাড়িভাবে যানবাহন রেখে অবরোধ ও বিক্ষোভ করতে থাকে। এসময় দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নুর আলম শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তার নেতৃত্বে পুলিশের একটি দল শান্ত করার চেষ্টা করে এবং অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। পরে শ্রমিকদের সঙ্গে সন্ধ্যায় পুলিশ আলোচনায় বসবে এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে এবং দুপুর ২ টা থেকে পুনরায় সকল রুটে যানচলাচল স্বাভাবিক হয়। এদিকে হঠাৎ করেই যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন শতশত যাত্রী।

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. রফিক বলেন, আলোচনার মাধ্যমে চালককে মারধোরের বিষয়টি সমাধান হবে এবং সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিয়ে দিনাজপুর কোতয়ালী থানায় বসা হবে বলে পুলিশ জানিয়েছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পুনরায় যানচলাচল শুরু করা হয়েছে।
যানচলাচল শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। দুপুর ২ টা থেকেই যানচলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদে উঠলো পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল
সংসদে উঠলো পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া