X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সাদুল্লাপুরে ১৪৪ ধারা জারি

গাইবান্ধা প্রতিনিধি  
৩০ মে ২০২১, ০৯:২০আপডেট : ৩০ মে ২০২১, ১১:৩৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের দু’পক্ষের একই সময়ে একই এলাকায় সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩০ মে) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাদুল্লাপুর উপজেলা শহরের শহীদ মিনার ও পাবলিক লাইব্রেরি চত্বর এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার (২৯ মে) রাত পৌনে ১২টার দিকে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

. ১৪৪ ধারা জারির আদেশে ইউএনও নবীনেওয়াজ জানান, রবিবার সকাল ১০টায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের দু’পক্ষ সভা আহ্বান করে। একই সময়ে সভার ডাক দেওয়ায় সহিংসতার আশঙ্কা দেখা দিলে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ মিনার ও পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব চত্বরসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধ থাকবে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, আওয়ামী লীগের পাল্টাপাল্টি সভা আহ্বানে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা শহরজুড়েই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

. জানা গেছে, রবিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ (অব.) মো. জাকারিয়া খন্দকার। গত ২৮ মে আওয়ামী লীগের সাদুল্লাপুর উপজেলা শাখার দলীয় প্যাডে দলীয় গঠনতন্ত্রের ২৫ এর ‘ঘ’ ধারার ২২ অনুচ্ছেদে সাংগঠনিক ও বিবিধ বিষয়ে জরুরি আলোচ্য সূচি উল্লেখ করে এই সভা আহ্বান করেন জাকারিয়া খন্দকার। অপরদিকে, সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহারিয়া খান বিপ্লব ২৫ মে স্বাক্ষরিক এক পত্রে রবিবার সকাল ১০টায় পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে উপজেলা কমিটির সভা আহ্বান করেন। ওই সভার চিঠিতে পূর্ববতী সভার পঠন ও অনুমোদন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে ইউনিয়ন, উপজেলা পর্যায়ে নেতাকর্মী সম্পৃক্তকরণসহ বিবিধ বিষয়ের কথা উল্লেখ করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
জুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
আন্দোলন থেকে রাজনৈতিক দলজুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
সর্বাধিক পঠিত
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা