X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বাড়ি বিক্রির টাকা আত্মসাতে ছেলেকে নিয়ে স্বামীকে হত্যা!

নীলফামারী প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১০:১২আপডেট : ১২ জুলাই ২০২১, ১০:১২

নীলফামারীতে বাড়ি বিক্রির টাকা আত্মসাতে ও ক্রেতাকে ফাঁসাতে বড় ছেলে মতিয়ার রহমানকে (২৭) নিয়ে স্বামী হোসেন আলী যাদুকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী সুফিয়া বেগমের (৫০) বিরুদ্ধে। হত্যকাণ্ডের শিকার যাদু নীলফামারী পৌর শহরের নিকুঞ্জপাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে।

পুলিশ জানায়, বাড়ি বিক্রির টাকা বুঝে নেওয়ার পর ওই টাকা আত্মসাৎ এবং ক্রেতাকে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেন সুফিয়া বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মা ও ছেলে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।   

এ ঘটনায় সুফিয়া বেগম ও তার বড় ছেলে মতিয়ার রহমানকে আসামি করে নিহতের ছোটভাই আলাল হোসেন নীলফামারী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদে সুফিয়া ও তার ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, সম্প্রতি প্রতিবেশী শাহিনুর আলমের কাছে সাড়ে ৯ লাখ টাকায় হোসেন আলী তার বাড়ি বিক্রি করে দেন। শাহিনুর ওই টাকা বুঝিয়ে দিলেও বাড়িটি রেজিস্ট্রি হয়নি। শনিবার ক্রেতাকে বাড়ি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তা না করে টাকা আত্মসাতের উদ্দেশ্যে সুফিয়া বেগম তার বড় ছেলেকে নিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে ধারালো অস্ত্র দিয়ে হোসেন আলীর বাম হাতের কনুই কেটে দিয়ে ঘরের বারান্দায় ফেলে রাখেন সুফিয়া। এ সময় প্রচুর রক্তক্ষরণে হোসেন আলীর মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিৎ হওয়ার পর ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য এলাকায় প্রচারণা চালান সুফিয়া। 

নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ-উন নবী বলেন, সুফিয়া ও তার বড় ছেলে বিষয়টি নিয়ে রহস্য তৈরি করে রেখেছিল। এরপর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে আসল ঘটনা বেরিয়ে আসে। তারা ওই বাড়ির ক্রেতা শাহিনুরকে বঞ্চিত করে টাকা আত্মৎসাতের জন্য হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশের কাছে স্বীকার করে। রবিবার (১১ জুলাই) বিকালে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী