X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রংপুর বিভাগে আরও ১৫ জনের মৃত্যু 

রংপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৬:২৪আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৬:২৪

রংপুর বিভাগে করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তবে গত এক সপ্তাহের মধ্যে শনাক্তের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় করোনা ও উপসর্গ নিয়ে দুই নারীসহ ১৫ জন মারা গেছেন। একই সময়ে এক হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষায় ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জুলাই মাসের ১৫ দিনে বিভাগে ২১ নারীসহ ২১৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন জন মারা গেছেন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়। এ নিয়ে রংপুরে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। 

এছাড়া পঞ্চগড়ে একজন, নীলফামারীতে দু’জন, ঠাকুরগাঁওয়ে তিন জন এবং গাইবান্ধায় একজন রোগী মারা গেছেন। 

তবে দিনাজপুরে টানা ১০ দিন পর গত ২৪ ঘণ্টায় কেউ করোনায় মারা যায়নি। তবে করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের।
 
করোনায় ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যুর বিষয়টি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সরদার অফিসের সাহেদ আলী নিশ্চিত করেছেন।

এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৪ জন। আক্রান্তের হার কমে ২৬ দশমিক ৩ ভাগে নেমেছে।
  
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়ছে।

এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৮২ হাজার ৭৮২ জনের। এদের মধ্যে ৩৫ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৫ হাজার ৩৫৪ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম বলেন, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনা সংক্রমণ আশাঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭০৯ জন, রংপুরে সাত হাজার ৬২১ এবং ঠাকুরগাঁওয়ে চার হাজার ৯৪৪, কুড়িগ্রামে দুই হাজার ৫১৪  জন। স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে বলেও জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার