X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

হাসপাতালে ২৭ ঘণ্টা চিকিৎসা না পেয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু

রংপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১৩:৪৭আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৩:৫৫

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ২৭ ঘণ্টার মধ্যে কোনও চিকিৎসক দেখতে না আসায় এবং যথা সময়ে অক্সিজেন সরবরাহ না করায় আয়েশা ছিদ্দিকা নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি দীপ্ত টেলিভিশনের রংপুর প্রতিনিধি বাবলুর রহমান বারীর মা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের চিহ্নিত করে বিচার দাবি করেছেন তিনি।

বাবলুর রহমানের অভিযোগ, ঈদের দিন সকাল থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আয়েশা ছিদ্দিকা। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো। স্থানীয় চিকিৎসকরা দ্রুত অক্সিজেন দেওয়ার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বিকাল ৩টার দিকে  মাকে নিয়ে রংপুর মেডিক্যালের জরুরি বিভাগে আসেন বাবলুর। এরপর তাকে হাসপাতালের দ্বিতীয় তলায় দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। 

তিনি বলেন, এ সময় একবার একজন ইন্টার্ন চিকিৎসক এসে তাদেরকে বলেন, জরুরি ভিত্তিতে অক্সিজেন দিতে হবে। এরপর অক্সিজেনের জন্য ওয়ার্ডে কর্তব্যরত নার্স ও ওয়ার্ডবয়সহ অনেকের কাছে ছোটাছুটি করে আকুতি জানান বাবলুর রহমান। কিন্তু কেউ এগিয়ে আসেনি। এদিকে তার মায়ের শ্বাসকষ্ট তখন তীব্র। কোনও উপায় না পেয়ে হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে অন্তত ২০ বার ডায়াল করেন তিনি। কিন্তু পরিচালককে পাওয়া যায়নি। পরে অক্সিজেনের দায়িত্বে থাকা বাবু নামে এক কর্মকর্তার কাছে ছুটে যান বাবলুর রহমান। 

অবশেষে পাঁচ ঘণ্টা পর রাত ৮টার দিকে তার মাকে অক্সিজেন সরবরাহ করা হয়। তখন তার মায়ের অবস্থার আরও অবনতি ঘটেছে। এ সময় ওই ওয়ার্ডের একজন ইন্টার্ন চিকিৎসক ছাড়া আর কোনও চিকিৎসক ছিলেন না বলে অভিযোগ করেন তিনি। 

তিনি জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মায়ের অবস্থার অবনতি ঘটলে তাকে এক ঘণ্টা পর হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানেও কোনও চিকিৎসক ছিলেন না। কর্তব্যরত নার্স আইসিইউতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। এ সময় দায়িত্বরত নার্স বলেন, অনেক দেরি করে ফেলেছেন। অবশেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আয়েশা ছিদ্দিকার মৃত্যু হয়।

বাবলুর রহমান বলেন, উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যদি অক্সিজেন না থাকে তাহলে মুমূর্ষু রোগীরা চিকিৎসা পাবে কীভাবে? সাংবাদিক পরিচয় দিয়ে আকুতি-মিনতি করার পাঁচ ঘণ্টা পর অক্সিজেন পেয়েছি। ততক্ষণে আমার মায়ের যা হওয়ার হয়ে গেছে। এরপর আইসিইউতে আনা শুধু সান্ত্বনা আর কিছুই ছিল না। 

তিনি আরও বলেন, হাসপাতালের পরিচালকের মোবাইল ফোনে অন্তত ২০ বার কল দিলেও তিনি রিসিভ করেননি। দীর্ঘ ২৭ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময় পর্যন্ত কোনও চিকিৎসক দেখতে আসেননি। শুধু চিকিৎসকের অবহেলা আর যথা সময়ে অক্সিজেন দিতে না পারায় মা মারা গেছেন বলে অভিযোগ করে বিচার দাবি করেন সাংবাদিক বাবলুর রহমান।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলাম মোবাইল ফোনে বলেন, কোনও সাংবাদিক তাকে ফোন করেছে বলে মনে নেই। তবে চিকিৎসা ক্ষেত্রে কোনও দায়িত্বহীনতা থাকলে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ
ডেঙ্গুতে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
সর্বশেষ খবর
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের: ফরিদা আখতার
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের: ফরিদা আখতার
রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে আফঈদাদের
রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে আফঈদাদের
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫